পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 84 ) নাই, পাড়পড়লীর ঘুম নাই”। দেকদেকি মিল্লে কি না ? মোহিনী। ভাল ভাই, তাই যেন মিল্লো, এখন বে বাড়ির কাকে ও যে মেলে না, তার কি বলন ? যমুনা। বলে মন্দ নয়, বে বাড়ি, অচ্চ কিছুই দেকতে পাই নে। বাদ্য নেই, বাজনা নেই, কিছুই নেই ; সে কি, অঁ, ওমা আমি কোথা যাব, ওমা আমি কোথায় যাব ! হেমলতা । এই যে ভাই একটা কলাগাচ রয়েচে । যমুনা । অমন কত গাচ কত দিকে আচে, আসল কৈ লো ? বাড়িল্লেীক কৈ ? ব্রাহ্মণীর প্রবেশ ] ব্রাহ্মণী । (প্রফুল্ল মুখে) এই যে মা সকল, দিদি সকল, বাছা সকল, এসেচে। এস২, আসবে বৈ কি ; তোমাদের কৰ্ম্ম, কবে কৰ্ম্মাবে, খাবে খাওয়াবে, নেবে থোবে ; তোমরা না কল্যে কে কবে ? জ্ঞাতিবল, গোত্র বল, সকলি আমার তোমরা । হেমলতা। ওলো ঠানদিদি, বলি একি লে ? মেয়েদের বে দিতে বসেছিস তা সব ফাকিৰ্জুকি, ঘটাঘাটি কৈ, কিছুই যে দেখিনে ? ব্রাহ্মণী । আর ভাই ‘ ঘট, কুলীনের মেয়ের * বে ’ ঘটাই ভীর, আবার ‘ ঘট পাবে কোথা বোন ? তবে তোরা এসেছিস এই ঘটাই • ঘট ।