পাতা:কৈকেয়ী - রামদয়াল মজুমদার.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

কৈকেয়ী। ৭৩ সকলেই রামদর্শনে যাইতেছে। কৈকেয়ী দেখা করিতে পান না। কোন মুখে দেখা করিবেন? এক বৃক্ষগাত্রে ভর করিয়া কৈকেয়ী অবিরল অবার বিসর্জন করিতেছেন। মনে মনে বলিতেছেন “রাম! আমার অপরাধের কি ক্ষনা নাই ? তুমি আমার দেখা দিবে না ? তােমায় দেখতে আসিয়াও আমি তোমার নিকট চাইতে পারি না। আমি বড় গুরতর পাপ করিয়াছি। একটিবার বল আমার পাপের কি প্রায়শ্চিত্ত আছে ? তােমার মুখেই আমি একবার শুনিতে চাই। আজ তোমার মুখে শুনিয়া তােমার নিকট জীবন বিসন দিব। তোমার শ্যামসুন্দর না দেখিয়া মরতে চাই। একটি বার শুনিতে চাই তুমি আমায় ক্ষমা করিয়াছ। নতুবা মৃতুতে ও আমার শান্তি নাই। রাম! আর কি এ পাপী জননীকে তুমি দেখা দিবে না? জানি আমি বড় অপরাধ করিয়াছি। আন-ক নন অযোধ, এই অযোধ্যাকে শ্মশান করিয়াছি, পতিঘাতিনী হইয়াছি, তােমায় বনে দিয়াছি, আমার বড় আদরের মা জানকীকে স্বহস্তে চীরবসন দিয়াছি। আর কি বাকী আছে ? সব দোষ আমার। আমার অপরাধ মূৰ্ত্তিগ্রহণ করিয়া আমার হৃদয়ে আগুন জ্বালাইয়াছে। আমার দুঃখ আর কেহই বুঝিবে না! যাহাকে কিছু বলিতে যাই সেই উপহাস করে, আমি প্রাণে প্রাণে তাহ অনুভব করি। রাম ! আমি তােমায় শত দুঃখ দিছি