পাতা:কোর্‌-আন্‌ শরীফ-ভাই গিরিশ চন্দ্র সেন.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যশোহর কাজিপুর হইতে প্রাপ্ত শ্ৰীযুক্ত মৌলবি আফতারোদিন সাহেবের পত্রাংশ বছমানাম্পদ— ঐযুৎ কোর-আন অনুবাদক মহাশয় মান্যবরেষু। মহাশয় । আমরা আপনার ১ম ভাগ কোরআন প্রাপ্তাস্তে পাঠ করিয়া পরম পরিতোষ লাভ করিলাম। অতুবাদক মহাশয় যে প্রকার গুরুতর পরিশ্রম, যত্ন এবং ভূরি অর্থব্যয়ভার বহন স্বীকার করিয়৷ এতাদৃশ গ্রন্থ প্রচাররূপ কঠোর ব্রতে দীক্ষিত হইতে প্ৰয়াসী হইয়াছেন, তাহাতে আমরা স্থার পর নাই আহ্বলাদিত ও তাছার নিকট কৃতজ্ঞ হইলাম। এই পুস্তকের বাঙ্গল অনুবাদ অতি উৎকৃষ্ট ও প্রাঞ্চল এবং ইহা যে একটি উপাদেয় পদার্থ হইয়াছে, তাছা বলা বাহুল্য। ফল কথা, পুস্তকথানি সম্পূর্ণ হইয় প্রকাশিত হইলে, কেবল অন্তবাদকের নয়, দেশের বিশেষতঃ বাঙ্গালি জাতির গৌরব বাড়িবে, সন্দেহ নাই। অম্বুবাদক মহাশয় এই গ্রন্থ প্রচার করিয়া দেশের একটি মহদভাব-মোচনে প্রবৃত্ত হইলেন, এবং এজন্য তিনি আজীবন প্রশংসা থাকিবেন। দেশহিতৈষী মহোদযুগণের ইহাকে উৎসাহ প্রদান করা সৰ্ব্বতোভাবে উচিত । ইনি অতি দুরূহ কায্যে হস্তক্ষেপ করিয়াছেন, সাধারণের উৎসাহ ব্যতিরেকে ইহার কৃতাৰ্থতা লাভ করা কঠিন।