পাতা:গীতবিতান.djvu/১০২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কাব্যগ্রন্থাবলী
৮৯৩

যদি ভরিয়া লইবে কুম্ভ   এসো ওগো, এসো মোর
হৃদয়নীরে।
যদি মরণ লভিতে চাও   এসো তবে ঝাঁপ দাও
সলিলমাঝে।
স্নিগ্ধ শান্ত সুগভীর—  নাহি তল, নাহি তীর,
মৃত্যুসম নীল নীর  স্থির বিরাজে।
নাহি রাত্রিদিনমান—  আদি অন্ত পরিমাণ,
সে অতলে গীতগান  কিছু না বাজে।
যাও সব যাও ভুলে,  নিখিলবন্ধন খুলে
ফেলে দিয়ে এসো কূলে  সকল কাজে।
যদি ভরিয়া লইবে কুম্ভ এসো ওগো, এসো মোর
হৃদয়নীরে।

৫৩

বড়ো বিস্ময় লাগে  হেরি তোমারে।
কোথা হতে এলে তুমি  হৃদিমাঝারে।
ওই মুখ ওই হাসি  কেন এত ভালোবাসি,
কেন গো নীরবে ভাসি  অশ্রুধারে।
তোমারে হেরিয়া যেন  জাগে স্মরণে
তুমি চিরপুরাতন  চিরজীবনে।
তুমি না দাঁড়ালে আসি  হৃদয়ে বাজে না বাঁশি—
যত আলো যত হাসি  ডুবে আঁধারে।

৫৪

আজি  মোর দ্বারে কাহার মুখ হেরেছি।
জাগি উঠে প্রাণে গান কত যে।
গাহিবারে সুর ভুলে গেছি রে।