পাতা:গীতবিতান.djvu/১০২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯০০
প্রেম ও প্রকৃতি

এসো এসো যদি কভু সুসময়
নিয়ে আসে তার ভরা সঞ্চয়,
চিরনবীনের যদি ঘটে জয়— সাজি ভরা হয় ধনে।
নিয়ো না, নিয়ো না মোর পরিচয়
এ ছায়ার আবরণে।

৭১

তুমি তো সেই যাবেই চ’লে,  কিছু তো না রবে বাকি—
আমায় ব্যথা দিয়ে গেলে  জেগে রবে সেই কথা কি।
তুমি পথিক আপন-মনে
এলে আমার কুসুমবনে,
চরণপাতে যা দাও দ’লে  সে-সব আমি দেব ঢাকি।
বেলা যাবে আঁধার হবে, একা ব’সে হৃদয় ভ’রে
আমার বেদনখানি আমি রেখে দেব মধুর ক’রে।
বিদায়-বাঁশির করুণ রবে
সঁঝের গগন মগন হবে,
চোখের জলে দুখের শোভা নবীন ক’রে দেব রাখি।

৭২

আপনহারা মাতোয়ারা  আছি তোমার আশা ধরে—
ওগো সাকী, দেবে না কি  পেয়ালা মোর ভ’রে ভ’রে।
রসের ধারা সুধায় ছাঁকা,  মৃগনাভির আভাস মাখা গো,
বাতাস বেয়ে সুবাস তারি  দূরের থেকে মাতায় মোরে।
মুখ তুলে চাও ওগো প্রিয়ে—  তোমার হাতের প্রসাদ দিয়ে
এক রজনীর মতো এবার  দাও-না আমায় অমর ক’রে।
নন্দননিকুঞ্জশাখে  অনেক কুসুম ফুটে থাকে গো,
এমন মোহন রূপ দেখি নাই,  গন্ধ এমন কোথায় ওরে