পাতা:গীতবিতান.djvu/১০৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯২০
পরিশিষ্ট ১

অমরের প্রবেশ

প্রমদার প্রতি

অমর। যেয়ো না, যেয়ো না, যেয়ো না ফিরে।
দাঁড়াও, চরণদুটি বাড়াও হৃদয়-আসনে।
তুমি রঙিন মেঘমালা যেন ফাগুনসমীরে।
প্রমদা। কে ডাকে।  আমি কভু ফিরে নাহি চাই—
আমি কভু ফিরে নাহি চাই।
অমর। তোমায় ধরিতে চাহি, ধরিতে পারি নে—
তুমি  গঠিত স্বপনে।
মোরে  রেখো না, রেখো না
তব চঞ্চল লীলা হতে রেখো না বাহিরে।
প্রমদা। কে ডাকে।  আমি কভু ফিরে নাহি চাই।
কত ফুল ফুটে উঠে, কত ফুল যায় টুটে—
আমি শুধু বহে চলে যাই।
পরশ পুলকরস-ভরা  রেখে যাই, নাহি দিই ধরা।
উড়ে আসে ফুলবাস,  লতাপাতা ফেলে শ্বাস,
বনে বনে উঠে হাহুতাশ—
চকিতে শুনিতে শুধু পাই— চলে যাই।
আমি কভু ফিরে নাহি চাই।

[অমরের প্রস্থান]



অশোকের প্রবেশ


অশোক।  এসেছি গো এসেছি, মন দিতে এসেছি—
যারে ভালোবেসেছি।
ফুলদলে ঢাকি মন যাব রাখি চরণে,
পাছে  কঠিন ধরণী পায়ে বাজে—
রেখো  রেখো চরণ হৃদিমাঝে।