পাতা:গীতবিতান.djvu/১০৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নৃত্যনাট্য মায়ার খেলা
৯৩১

এই  পথের ধারে এসে  ডেকে গেছে তোরে সে।
ফিরায়ে দিলি তারে  রুদ্ধদ্বারে।—
বুক জলে গেল গো,  ক্ষমা  তবুও কেন মাগি নি।

সপ্তম দৃশ্য


কানন


অমর শান্তা, অন্যান্য পুরনারী ও পৌরজন


স্ত্রীগণ।  এস’ এস’, বসন্ত ধরাতলে। 
আন’ কুহুতান, প্রেমগান।
আন’ গন্ধমদভরে অলস সমীরণ।
আন’ নবযৌবনহিল্লোল, নব প্রাণ—
প্রফুল্পনবীন বাসনা ধরাতলে।
পুরুষগণ।  এস’ থরথরকম্পিত মর্মরমুখরিত 
নব পল্লবপুলকিত
ফুল-আকুল মালতিবল্লিবিতানে—
সুখছায়ে  মধুবায়ে  এস’ এস’।
এস’ অরুণচরণ কমলবণ তরুণ উষার কোলে।
এস’ জ্যোৎস্নাবিবশ নিশীথে  কলকল্লোলতটিনীতীরে।
সুখসুপ্তসরসীনীরে  এস’ এস’।
স্ত্রীগণ।  এস’ যৌবনকাতর হৃদয়ে, 
এস’ মিলনসুখালস নয়নে,
এস’ মধুর শরমমাঝারে— দাও বাহুতে বাহ বাঁধি।
নবীনকুসুমপাশে রচি দাও নবীন মিলনবাঁধন।

প্রমদা ও সখীগণের প্রবেশ


অমর। এ কি স্বপ্ন!  এ কি মায়া! 
এ কি প্রমদা!  এ কি প্রমদার ছায়া।