পাতা:গীতবিতান.djvu/১০৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

জ্ঞাতব্যপঞ্জী

রবীন্দ্রনাথের গানের সংকলন

এই তালিকায় অনুষ্ঠানপত্রাদি ধরা হয় নাই

  ভানুসিংহ ঠাকুরের পদাবলী। ১২৯১

  রবিচ্ছায়া। যোগেন্দ্রনারায়ণ মিত্র কর্তৃক প্রকাশিত। বৈশাখ ১২৯২ ‘অনেকগুলি গানে রাগ রাগিণীর নাম লেখা নাই। সে গানগুলিতে এখনও সুর বসান হয় নাই।…

 ‘এই গ্রন্থে প্রকাশিত অনেকগুলি গান আমার দাদা-পূজনীয় শ্রীযুক্ত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের সুরের অনুসারে লিখিত হয়। অনেকগুলি গানে আমি নিজে সুর বসাইয়াছি, এবং কতকগুলি গান হিন্দুস্থানী গানের সুরে বসান হয়।’

—রচয়িতার নিবেদন। রবীন্দ্রনাথ

 গানের বহি ও বাল্মীকিপ্রতিভা। বৈশাখ ১৮১৫ শক। বাংলা ১৩০০ সাল। সংক্ষেপে ‘গানের বহি’ রূপে উল্লিখিত। ‘১-চিহ্নিত গানগুলি আমার পূজনীয় অগ্রজ শ্রীযুক্ত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের রচিত। ২-চিহ্নিত গানের সুর হিন্দুস্থানী হইতে লওয়া। আমার স্বরচিত অথবা প্রচলিত সুরের গানে কোন চিহ্ন দেওয়া হয় নাই।’

-সুচীপত্র-সূচনা। রবীন্দ্রনাথ

 কাব্যগ্রন্থাবলী। সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায় প্রকাশিত। আশ্বিন ১৩০৩ ‘গীতিগ্রন্থ ও গীতিনাট্য ব্যতীত এই গ্রন্থাবলীর অন্যান্য পুস্তকে যে সকল গান …সূচীপত্রে তাহাদিগকে চিহ্নিত করিয়া দেওয়া গেল।’

—ভূমিকা। রবীন্দ্রনাথ

 কাব্যগ্রন্থ। মোহিতচত্র সেন সম্পাদিত। অষ্টম ভাগ: ১৩১০
  রবীন্দ্র-গ্রন্থাবলী। হিতবাদীর উপহার। ১৩১১
 বাউল। জাতীয় সংগীতের সংকলন। সেপ্টেম্বর ১৯০৫
  গান। যোগন্দ্রনাথ সরকার কর্তৃক প্রকাশিত। সেপ্টেম্বর ১৯০৮
 গান। ইণ্ডিয়ান প্রেস। ১৯০৯

 ‘কিশোরকালের সকল শ্রেষ্ঠ গান হইতে আরম্ভ করিয়া এ পর্যন্ত যত গান
৯৬১