পাতা:গীতবিতান.djvu/৪১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩০২
প্রেম

বিজন দিবস-রাতিয়া
কাটে ধেয়ানের মালা গাঁথিয়া,
আনমনে গান গাহি গো—
তুমি  শুনে যাও খনে খনে  কী আছে আমার মনে।


৭৫

পুরানো জানিয়া চেয়ে না আমারে আধেক আঁখির কোণে অলস অন্যমনে।
আপনারে আমি দিতে আসি যেই  জেনো জেনো সেই শুভ নিমেষেই।
জীর্ণ কিছুই নেই কিছু নেই,  ফেলে দিই পুরাতনে।
আপনারে দেয় ঝরনা আপন ত্যাগরসে উচ্ছলি—
লহরে লহরে নূতন নূতন অর্ঘ্যের অঞ্জলি।
মাধবীকুঞ্জ বার বার করি  বনলক্ষ্মীর ডালা দেয় ভরি—
বারবার তার দানমঞ্জরী  নব নব ক্ষণে ক্ষণে।
তোমার প্রেমে যে লেগেছে আমায় চির নূতনের সুর।
সব কাজে মোর সব ভাবনায় জাগে চিরসুমধুর।
মোর দানে নেই দীনতার লেশ,  যত নেবে তুমি না পাবে শেষ—
আমার দিনের সকল নিমেষ  ভরা অশেষের ধনে।


৭৬

আমার যদি বেলা যায় গো বয়ে  জেনো জেনো
আমার  মন রয়েছে তোমায় লয়ে।
পথের ধারে আসন পাতি,  তোমায় দেবার মালা গাঁথি—
জেনো জেনো  তাইতে আছি মগন হয়ে।
চলে গেল যাত্রী সবে
নানান পথে কলরবে।
আমার চলা এমনি ক’রে  আপন হাতে সাজি ভ’রে—
জেনো জেনো  আপন মনে গোপন রয়ে।