পাতা:গীতবিতান.djvu/৫৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রেম
৪১৭

৩৭৪

আজ  যেমন ক’রে গাইছে আকাশ  তেমনি ক’রে গাও গো। 
আজ  যেমন ক’রে চাইছে আকাশ তেমনি ক’রে চাও গো।
আজ  হাওয়া যেমন পাতায় পাতায় মর্মরিয়া বনকে কাঁদায়,
তেমনি আমার বুকের মাঝে  কাঁদিয়া কাঁদাও গো।


৩৭৫

যৌবনসরসীনীরে মিলনশতদল।
কোন্  চঞ্চল বন্যায় টলোমল টলোমল।
শরমরক্তরাগে  তার  গোপন স্বপ্ন জাগে,
তারি  গন্ধকেশর-মাঝে
এক  বিন্দু নয়নজল।
ধীরে বও ধীরে বও, সমীরণ,
সবেদন পরশন।
শঙ্কিত চিত্ত মোর  পাছে ভাঙে বৃন্তডোর—
তাই অকারণ করুণায়  মোর  আঁখি করে ছলোছল।


৩৭৬

সখী,  বলো দেখি লো,
নিরদয় লাজ তোর টুটিবে কি লো।
চেয়ে আছি, ললনা—
মুখানি তুলিবি কি লো,
ঘোমটা খুলিবি কি লো,
আধফোটা অধরে হাসি ফুটিবে কি লো।
শরমের মেঘে ঢাকা বিধুমুখানি—
মেঘ টুটে জোছনা ফুটে উঠিবে কি লো।
তৃষিত আঁখির আশা পূরাবি কি লো—
তবে  ঘোমটা খোলো,  মুখটি তোলো,  আঁখি মেলো লো।