পাতা:গীতবিতান.djvu/৭০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিচিত্র
৫৮৯

বিপদ দুখ নাহি জানো,  বাধা কিছু না মানো,
অন্ধকার হতেছ পার— কাহার সাড়া পাও।
দীপ হৃদয়ে জ্বলে,  নিবে না সে বায়ুবলে—
মহানন্দে নিরন্তর  একি গান গাও।
সমুখে অভয় তব,  পশ্চাতে অভয়রব—
অন্তরে বাহিরে  কাহার মুখে চাও।

১০২

হায় হায় রে হায় পরবাসী,
হায় গৃহছাড়া উদাসী।
অন্ধ অদৃষ্টের আহ্বানে
কোথা অজানা অকূলে চলেছিস ভাসি।
শুনিতে কি পাস দূর আকাশে  কোন্ বাতাসে
সর্বনাশার বাঁশি—
ওরে, নির্মম ব্যাধ যে গাঁথে মরণের ফাঁসি।
রঙিন মেঘের তলে  গোপন অশ্রুজলে
বিধাতার দারুণ বিদ্রূপবজ্রে
সঞ্চিত নীরব অট্টহাসি।

১০৩

সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে  ঘুচাবে কে।
নিঃসহায়ের অশ্রুবারি পীড়িতের চক্ষে  মুছাবে কে,
আর্তের ক্রন্দনে হেরো ব্যথিত বসুন্ধরা,
অন্যায়ের আক্রমণে বিষবাণে জর্জরা—
প্রবলের উৎপীড়নে
কে বাঁচাবে দুর্বলেরে।
অপমানিতেরে কার দয়া বক্ষে  লবে ডেকে।