পাতা:গীতবিতান.djvu/৮১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চিত্রাঙ্গদা
৬৮৭

সখী।  সখী, কী দেখা দেখিলে তুমি! 
এক পলকের আঘাতেই
খসিল কি আপন পুরানো পরিচয়।
রবিকরপাতে কোরকের আবরণ টুটি
মাধবী কি প্রথম চিনিল আপনারে।
চিত্রাঙ্গদা।  বঁধু,  কোন আলো লাগল চোখে! 
বুঝি  দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে!
ছিল মন তোমারি প্রতীক্ষা করি
যুগে যুগে দিন রাত্রি ধরি,
ছিল মর্মবেদনাঘন অন্ধকারে—
জন্ম-জনম গেল বিরহশোকে।
অস্ফুটমঞ্জরী কুঞ্জবনে,
সঙ্গীতশূন্য বিষন্ন মনে
সঙ্গীরিক্ত চিরদুঃখরাতি
পোহাব কি নির্জনে শয়ন পাতি!
সুন্দর হে, সুন্দর হে,
বরমাল্যখানি তব আনো বহে, তুমি  আনো বহে।
অবগুণ্ঠনছায়া ঘুচায়ে দিয়ে
হেরো  লজ্জিত স্মিতমুখ শুভ আলোকে।

প্রস্থান


বন্য অনুচরদের সঙ্গে অর্জুনের প্রবেশ ও নৃত্য



সখীদের গান


যাও, যাও যদি যাও তবে—
তোমায় ফিরিতে হবে—
হবে হবে।