পাতা:গীতবিতান.djvu/৯৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ডাকঘর
৮১১

১২৯

শুনি ওই রুনুঝুনু  পায়ে পায়ে নূপুরধ্বনি
চকিত পথে  বনে বনে।
নির্ঝর ঝরো ঝরো  ঝরিছে দূরে,
জলতলে বাজে শিলা ঠুনু-ঠুনু ঠুনু-ঠুনু।
ঝিল্লিঝঙ্কৃত বেণুবনছায়া  পল্লবমর্মরে কাঁপে,
পাপিয়া ডাকে,  পুলকিত শিরীষশাখে
দোল দিয়ে যায় দক্ষিণবায়  পুন পুন।

১৩০

এই তো ভরা হল ফুলে ফুলে  ফুলের ডালা।
ভরা হল-কে নিবি কে নিবি গো, গাঁথিবি বরণমালা।
চম্পা চামেলি সেঁউতি বেলি
দেখে যা সাজি আজি রেখেছি মেলি—
নবমালতীগন্ধ-ঢালা।
বনের মাধুরী হরণ করো  তরুণ আপন দেহে।
নববধু, মিলনশুভলগন-রাত্রে  লও গো বাসরগেহে—
উপবনের সৌরভভাষা,
বসতৃষিত মধুপের আশা।
রাত্রিজাগর রজনীগন্ধা—
করবী রূপসীর অলকানন্দা—
গোলাপে গোলাপে মিলিয়া মিলিয়া  রচিবে মিলনের পালা।

১৩১

সুরের জালে কে জড়ালে আমার মন,
আমি  ছাড়াতে পারি নে সে বন্ধন।
আমার  অজানা গহনে টানিয়া নিয়ে যে যায়,
বরন-বরন স্বপনছায়ায় করিল মগন।