পাতা:গীতবিতান.djvu/৯৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
জাতীয় সংগীত
৮২১

১২

কে এসে যায় ফিরে ফিরে  আকুল নয়ননীরে।
কে বৃথা আশাভরে  চাহিছে মুখ’পরে।
সে যে আমার জননী রে।

কাহার সুধাময়ী বাণী  মিলায় অনাদর মানি।
কাহার ভাষা হায়  ভুলিতে সবে চায়।
সে যে আমার জননী রে।

ক্ষণেক স্নেহ-কোল ছাড়ি  চিনিতে আর নাহি পারি।
আপন সন্তান  করিছে অপমান—
সে যে আমার জননী রে।

পুণ্য কুটিরে বিষণ্ন  কে বসি সাজাইয়া অন্ন।
সে স্নেহ-উপহার  রুচে না মুখে আর।
সে যে আমার জননী রে।

১৩

হে ভারত, আজি তোমারি সভায়  শুন এ কবির গান।
তোমার চরণে নবীন হরষে  এনেছি পূজার দান।
এনেছি মোদের দেহের শকতি,  এনেছি মোদের মনের ভকতি,
এনেছি মোদের ধর্মের মতি,  এনেছি মোদের প্রাণ—
এনেছি মোদের শ্রেষ্ঠ অর্ঘ্য  তোমারে করিতে দান।

কাঞ্চনথালি নাহি আমাদের,  অন্ন নাহিকো জুটে।
যা আছে মোদের এনেছি সাজায়ে  নবীন পর্ণপুটে।
সমারোহে আজ নাই প্রয়োজন— দীনের এ পূজা, দীন আয়োজন—
চিরদারিদ্র্য করিব মোচন  চরণের ধুলা লুটে।
সুরদুর্লভ তোমার প্রসাদ  লইব পর্ণপুটে।