পাতা:গীতবিতান.djvu/৯৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৩২
পূজা ও প্রার্থনা

ওই কি স্নেহের রবে  ডাকিছ মোদের সবে।
তোমার আসন ঘেরি দাঁড়াব কি কাছে গিয়া!
হৃদয়ের ফুলগুলি  যতনে ফুটায়ে তুলি
দিবে কি বিমল করি প্রসাদসলিল দিয়া।

১৩

প্রভু, এলেম কোথায়।
কখন বরষ গেল,  জীবন বহে গেল—
কখন কী-যে হল  জানি নে হায়।
আসিলাম কোথা হতে,  যেতেছি কোন্ পথে
ভাসিয়ে কালস্রোতে  তৃণের প্রায়।
মরণসাগর-পানে  চলেছি প্রতিক্ষণ,
তবুও দিবানিশি  মোহেতে অচেতন।
এ জীবন অবহেলে  আঁধারে দিনু ফেলে—
কত-কী গেল চলে,  কত-কী যায়।
শোকে তাপে জরজর  অসহ যাতনায়
শুকায়ে গেছে প্রেম,  হৃদয় মরুপ্রায়।
কাঁদিয়ে হলেম সারা,  হয়েছি দিশাহারা—
কোথা গো ধ্রুবতারা  কোথা গো হায়।

১৪

সংসারেতে চারি ধার  করিয়াছে অন্ধকার,
নয়নে তোমার জ্যোতি  অধিক ফুটেছে তাই।
চৌদিকে বিষাদঘোরে  ঘেরিয়া ফেলেছে মোরে,
তোমার আনন্দমুখ  হৃদয়ে দেখিতে পাই।
ফেলিয়া শোকের ছায়া  মৃত্যু ফিরে পায় পায়,
যতনের ধন যত  কেড়ে কেড়ে নিয়ে যায়।
তবু সে মৃত্যুর মাঝে  অমৃতমুরতি রাজে,
মৃত্যুশোক পরিহরি  ওই মুখপানে চাই।