পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১৮ ]
কালাংড়া। তাল হরি৷

মুদিত কমল যদি, হের লো অরুণে।
প্রফুল্ল হয় তখনি বুঝলো মননে৷৷ ১ ৷৷

পরজ কালাংড়া। তাল ঢিমে তেতালা৷

 আল্যা প্রাণ আল্যা২ হে মম গৃহে অনুগ্রহ করিয়ে।
শীতল হইলাম আমি, বিরহে জ্বলিয়ে৷৷
কত সুখ উপজিল, তোমারে হেরিয়ে।
বুঝাতে না পারি তাহা, কথায়ে কহিয়ে৷৷ ১ ৷৷

তাল জলদ্ তেতালা৷

 কহিতে তাহার কথা উপজে সুখ অপার।
তখন অন্য ভাবনা, থাকে না আমার৷৷
কহিবারে তার গুণ, এক মনো হয় মন।
বসন অবশ নহে, কহি যত বার৷৷ ১ ৷৷

 ভাবিতে ছিলাম যাবে সেই অসি প্রকাশিল।
দুঃখানল হৈতে মনঃ, সুখেতে ডুবিল৷৷
বিচ্ছেদবিষজ্বালায়, অস্থির ছিলাম তায়।
হেরিয়ে তাহার মুখ, সে যাতনা গেল৷৷ ১ ৷৷

 শঠের পিরীতি রীতি ঐ দেখ না সই কপট অন্তরে।
লইয়া দর্পণ, দেখহ যেমন, রাখিলে রহিল দূরে৷৷