পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোযরাই বাহার । তাল একতালী । গ্রীষ্ম ঋতু কান্ত মোর পরদেশে । ত্ৰিতাপে তাপিত তমু, অশেষ বিশেষে । একে বিরহানল, দ্বিতীয় রবি প্রবল, তৃতীয় আপনি ঋতু, অনল বরিষে / ১ । অঞ্জ কি সুদিন মুনীন জনে f যেমন নিদয়, জানিতাম যায়, সদয় সেই ভবনে । কত কি হইল লাভ, কি করিব অনুভব, অtশা অাগে প্রাণ,পূন্য দেহে প্রাণ,আইল তারে দেখনে ॥১ ভীম পলাসি বাহার । তাল জলদু তেতাল । বলন্ত সমুদ্র সম তার মুদ্র বুঝ অনুমানে । ফুলতরি অলিগণ, নাৰিক তাহুে বাখান, কর্ণধার রতিপতি তরঙ্গ পবনে । হিমাংশু পতাকা তায়, কোকিলেতে সারিগtয়, অতি সুমধুরস্বর শুনিতে শ্রবণে । সংযোগী সে তরি পর, অনায়াসে হয় পীর, অপর পাথার বোধ বিরহী জনে | ১ । তাল হরি । বিরহী বধিতে অইল প্রবল বসন্ত । প্রাণ দহে, স্থির নহে, বিনে প্রাণকান্ত । ফুল বিকসিত, কোকিল কুলিত, মলয় দুরন্ত ।