পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩০
গীতাঞ্জলি

 এ সংসারের হাটে
 আমার যতই দিবস কাটে,
 আমার যতই দুহাত ভরে ওঠে ধনে
 তবু কিছুই আমি পাইনি যেন
 সে কথা রয় মনে,
 যেন ভুলে না যাই, বেদনা পাই
 শয়নে স্বপনে।

 যদি আলস ভরে
আমি যদি পথের পরে,
যদি ধূলায় শয়ন পাতি সযতনে,
যেন সকল পথই বাকি আছে
 সে কথা রয় মনে,
যেন ভুলে না যাই, বেদনা পাই
 শয়নে স্বপনে।

 যতই উঠে হাসি,
 ঘরে যতই বাজে বাঁশি,
 ওগো যতই গৃহ সাজাই আয়োজনে,
 যেন তোমায় ঘরে হয়নি আনা,
 সে কথা রয় মনে
 যেন ভুলে না যাই, বেদনা পাই
 শয়নে স্বপনে।