পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

আমি  হৃদয়েতে পথ কেটেছি,
সেথায় চরণ পড়ে,
তোমার  সেথায় চরণ পড়ে।
তাই তো আমার সকল পরান
কাঁপছে ব্যথার ভরে গো,
কাঁপছে থরথরে।
ব্যথাপথের পথিক তুমি,
চরণ চলে ব্যথা চুমি,
কাঁদন দিয়ে সাধন আমার
চিরদিনের তরে গো
চিরজীবন ধ’রে॥

নয়ন-জলের বন্যা দেখে
ভয় করি নে আর,
আমি  ভয় করি নে আর।
মরণ-টানে টেনে আমায়
করিয়ে দেবে পার,
আমি  তরব পারাবার।