পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। )సి ৪ । গৰ্গ মিশ্র ( স্ত্রীর নাম ইরাবতী ) ৫ । দর্ভপাণি মিশ্র ( দেবপালের মন্ত্রী, স্ত্রী শর্করাদেবী ) ৬ । সোমেশ্বর মিশ্র (স্ত্রী রণদেবী বা তরল! ) ৭ । কেদার মিশ্র ( সুরপালের সমসাময়িক, স্ত্রীর নাম বধবদেবী ) ৮ । গুরব মিশ্র ( নারায়ণ পালের মন্ত্রী ) । শুভদাসের পুত্র সমতটজন্মা মদ্য দাস কর্তৃক নারায়ণ পালের তাম শাসন উৎকীর্ণ হয়। এখন যেমন মুদ্রাযন্ত্রের কৰ্ম্মচারীদিগের দোষে মুদ্রণের ভ্রম-প্রমাদ ঘটে, তখনও সেইরূপ ক্ষোদকদিগের অজ্ঞতাবশতঃ উৎকীর্ণ তাম্র-শাসনে অশুদ্ধি ঘটিত । এখন প্রফুসীট সংশোধন করা হয়, কিন্তু কোন তাম্রশাসন একবার ক্ষোদিত হইলে, তাহার সংশোধনের আর উপায় ছিল না । এই জন্ত তাম্রশাসনে বর্ণিত বিষয়ের অর্থ স্থানে স্থানে সহজবোধ্য নহে । ষষ্ঠ নরপতি-রাজ্যপাল २२ ¢ शृ१ --→8० शृं: । নারায়ণ পালের পর, তৎপুত্র রাজ্যপাল গৌড়ের সিংহাসনে আরোহণ করেন । রাজ্যপাল গভীর জলাশয় ও পৰ্ব্বত প্রায় দেবালয়ের প্রতিষ্ঠা করিয়া খ্যাতিলাভ করিয়াছিলেন । রাজ্যপালকে মধ্যম লোকপাল বলা হইয়াছে। প্রথম মহীপাল দেবের তাম্রশাসনে আছে ঃ “তোয়াশয়ৈৰ্জলধিমূলগভীরগভৈদেবালয়ৈশ্চ কুলভূধরতুলাকক্ষৈঃ। বিখ্যাতকীৰ্ত্তিরভবৎ তনয়শ্চ তস্ত শ্রীরাজ্যপাল ইতি মধ্যমলোকপালঃ ॥” রাজ্যপাল রাষ্ট্রকূটরাজ তুঙ্গের কল্প ভাগাদেবীর পাণিগ্রহণ করেন। সোমেশ্বর মিশ্র রাজ্যপালের মন্ত্রী ছিলেন । সোমেশ্বর মিশ্র দর্ভপাণির পুত্র । তারানাথ রাজ্যপালের রাসপাল নাম লিখিয়াছেন ।