পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । > > নিজ কন্যা তাহাকে অর্পণ করেন। সিলিউকসের দূত, মেগাস্থিনিদ, অনেক দিন পাটলীপুত্রে অবস্থান করিয়াছিলেন । র্তাহার বর্ণনা হইতে ভারতবর্ষের তৎকালীন অনেক অবস্থা জানা যায়। তিনি লিখিয়াছেন,—ভারতবাসিগণ এসিয়ার অন্যান্ত অংশের লোক অপেক্ষা দীর্ঘকায়, সাহসী ও সত্যনিষ্ঠ । অঙ্গবঙ্গাদির তৎকালীন অধিবাসিগণও মেগাস্থিনিসের এ প্রশংসার অংশভাগী হইতে পারে । চন্দ্র গুপ্ত অতি বিখ্যাত পরাক্রমশালী রাজা ছিলেন । র্তাহার ছয় লক্ষ পদাতিক, ত্রিংশ সহস্ৰ অশ্বারোহী, পঞ্চদশ সহস্ৰ গজ-সৈন্য এবং একটি প্রবল নৌ-বাহিনী ছিল। এই নৌ-বাহিনী পূৰ্ব্ব প্রদেশের শান্তি রক্ষা করিত। মেগাস্থিনিস লিখিয়াছেন,—এত অধিক সৈন্তের মধ্যে কদাচিৎ চুরির অভিযোগ শুনা যাইত । চন্দ্রগুপ্তের পর, তৎপুত্র বিন্দুসার, রাজা হন । বিন্দুসারের পর, অশোক মগধের রাজসিংহাসনে আরোহণ করেন । অশোক প্রথমে হিন্দুধৰ্ম্মাহুরক্ত ছিলেন। স্বীয় রাজত্বের নবমবর্ষে কলিঙ্গ জয় করেন। কলিঙ্গজয়ের সময় বহুসংখ্যক লোকের প্রাণ বধ হয়। ইহাতে র্তাহার মনে বৈরাগ্যের উদ হয়, ও তিনি শান্তিময় ধৰ্ম্মগ্রহণের প্রয়াসী হন, এবং মথুরাবাসী উপগুপ্তের নিকট বৌদ্ধধৰ্ম্মে দীক্ষিত হন। তাহার এই মধুর ধৰ্ম্মের ফল সমুদয় মগধ সাম্রাজ্য ভোগ করিয়াছিল। অঙ্গ-বঙ্গাদি প্রদেশের অনেক বিহার বা চৈত্য এই সময়ে নিৰ্ম্মিত হয় । বুদ্ধদেব । যে বৌদ্ধধৰ্ম্মের প্রভাব, অঙ্গ-বঙ্গাদি দেশে বিস্তৃত হয়, তাহার প্রবত্ত্বকের কিঞ্চিৎ বিবরণ লেখা আবশুক। বুদ্ধদেব. কপিলবস্তুর রাজা শুদ্ধোদনের পুত্র। যে বংশে রামের জন্ম হইয়াছিল; সেই ইক্ষাকু-বংশের