পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় । শূর-বংশ । শুর-বংশীযগণের গৌডে আগমন-শূর –আদি তাশূব ও তদ্রবংশীয়গণ-শূর-বংশীয় নৃপতিবর্গ—জযন্ত ও জয়াপীড়—আদিশূর –লুপ্তপ্রায় হিন্দুধন্মের পুনঃপ্রবর্তনের প্রচেষ্টা— পুণ্ড বন্ধনে পঞ্চ ব্রাহ্মণানয়ন-পঞ্চ ব্রাহ্মণ নয়নের সময়-পঞ্চ ব্রাহ্মণের পরিচয—ব্রাহ্মণগণের সঙ্গে পঞ্চ কায়স্থের আগমন ও উহাদের বংশ পরিচয-আদিশূরের পরবত্তী শূর BZYKSBBYBBB BBBBBSBBBBB DmB gD DBB BBBDSBBBB ব্রাহ্মণ-সপ্তশতী ব্রাহ্মণ—শাকদ্বীপী ব্রাহ্মণ-শঙ্করাচায্যকর্তৃক গৌড়দেশীয পণ্ডিতগণের পৰাজয—শুর-রাজগণের সমযে গৌড় রাজ্যের প্রধান প্রধান স্থান—করতোয় নামের উৎপত্তি—পেরিপ্লস্ গ্রন্থোক্ত কিরাদিয প্রদেশ –টলেমীর উল্লিখিত গঙ্গার পাচটা শাপ। ও কতিপয স্থান-গাঙ্গেয় ব-দ্বীপ-সমুদ্রপথে বাঙ্গালীর বাণিজ্য । শূর-বংশীয়দিগের সময় হইতে গৌড় রাজ্যের বিশ্বাসযোগ্য কিছু কিছু ঐতিহাসিক তথ্য অবগত হওয়া যায় । ধ্রুবানন্দ মিশ্রের গ্রন্থে লিখিত আছে, শূর-বংশীয়গণ কাশ্মীরের নিকটবৰ্ত্তী দরদ দেশ (বৰ্ত্তমান দদি স্থান) হইতে গৌড়ে আগমন করেন :–যথা— ‘আগমং ভারতং বৰ্ষং দারদাং স রবি প্রভঃ । জিত্ব চ বৌদ্ধরাজানং তথা গোড়াধিপং বলান” । আদিশূর এই বংশীয় সৰ্ব্বপ্রধান নরপতি । কাশ্মীররাজ অবস্তী বৰ্ম্মার শূর নামক মন্ত্রী ছিলেন। তিনি সম্ভবতঃ শুর-বংশের স্থাপনকৰ্ত্ত । আইন-ই-আকবরীতে আদিত্য শুর-বংশীয় রাজগণের নাম উল্লিখিত হইয়াছে। “আবুল ফজল আদিশূরকেই আদিত্যশূর বলিয়ছেন কি না নিশ্চঞ্জ করিয়া বলা যায় না। কেহ কেহ বলেন, আদিশূরের আত্মীয়