পাতা:গৌতমীয়-তন্ত্রম্‌.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Svy গৌতমীয়তন্ত্রম সংপূজ্য বিধিবভক্ত্য পরিবারসমন্বিতম্। একৈকমঞ্জলিং তোয়ং পরিবারান প্রতপয়েৎ ॥ ৯৮ ॥ ততো হোমদশাংশেন তৰ্পয়েৎ পুরুষোত্তমম্। আদৌ মন্ত্ৰং সমুচ্চাৰ্য্য ক্রপূৰ্ব্বং কৃষ্ণমিত্যপি ॥৯৯। তপয়াম্যহমিত্যুত্ত্বা নমোহস্তস্তপণে মন্থঃ । তর্পণন্ত দশাংশেন অভিষেকং তথাচরেৎ ॥ ১০০ ॥ স্তাসানশেষান কৃত্ব বৈ তদভেদেন পুজয়েৎ । কৃষ্ণাত্মানং স্বমাত্মানং ধ্যাত্বা রশ্মিসমন্বিতম্ ॥ ১•১ ॥ কুসুমং তোমমেকঞ্চ কুশং মুগন্ধিমিশ্রিতম্। জলাঞ্জলিং সৰাদায় মূলমুচ্চাৰ্য্য সাধক: ॥ ১০২ ৷ শ্ৰীকৃষ্ণমভিষিঞ্চমি নম ইত্যভিষিঞ্চয়েৎ । অভিষেকদশাংশেন ব্রাহ্মণান পরিতপয়েৎ ॥ ১০৩ ৷ তৎকালে জলমধ্যে সপরিবার দেবতাকে সম্যকরূপে আবাহন ও উদকমিশ্রিত পাদ্যাদি দ্বারা বিহিত বিধানে পূজা করিয়া, ভক্তিসহকারে একৈক অঞ্জলি জল দিয়া, পরিবারদিগের তর্পণ করিতে হইবে । অনন্তর ছোমের দশাংশ ক্রমে পুরুষোত্তমের তর্পণ করিবে। যথা—“ক্লী শ্ৰীকৃষ্ণং তপয়াম্যহং নমঃ ।” অর্থাৎ আমি শ্ৰীকৃষ্ণকে তৰ্পণ করিতেছি, উহাকে নমস্কার। তপণের দশাংশ অভিষেক করিয়া, সমুদায় গুলি শেষ করিয়। অভেদবিধানে কৃষ্ণাত্ম ও স্বকীয় আত্মার ধ্যান করিয়া পুজা করিৰে । তৎকালে একটি কুসুম, কুশ ও সুগন্ধিপরিমিশ্রিত জলাঞ্জলি গ্রহণ ও মূলমন্ত্র উচ্চারণপূৰ্ব্বক “শ্রীকৃষ্ণং অভিষিঞ্চার্মি নমঃ" এই বলিয়া শ্ৰীকৃষ্ণের অভিষেক করিধে ও অভিষেকের দশাংশে ব্রাহ্মণগণের পরিতৃপ্তি বিধান করিতে হইবে ॥ ৯২-১৪৩ ৷