পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিমিত্ত নানা উপায় করিয়া অতি সাহস পৰ্ব্বঙ্ক প্রতিরোধ করে, এই প্রযুক্তই ইহার বৃত্তান্ত প্রাচীন ইতিহাসের মধ্যে অতি প্রসিদ্ধ আছে। যুদ্ধারম্ভের পর তৃতীয় বর্ষে লাসিডিমোনীয়ের। “ ঐ স্থান আক্রমণ পৰ্ব্বক চণ্ডুগি প্রাচীর স্বারা বেষ্টন কবিয়া তাহার উপর দুর্গ নষ্ট করিবার যন্ত্র নির্মাণ করিতে উদ্মোণ করিল। পুটায়ের - ইহা দেখিয়া আপনাদের নগর প্রাচীরের উপর অন্য এক কাষ্ঠপ্রাচীল নিৰ্ম্মাণ করিল । ইহাতে বোধ হয় যেন প্রধানত্বের কারণ ঐ উভয় প্রাচীরের বিবাদ উপস্থিত হইয়াছিল। পরে পুটীয়ের* ঐ প্রাচীরের প্রতি আর মনোযোগ না করিয়া নগরের ভিতর অৰ্দ্ধচন্ত্রাকৃতি অন্য এক প্রাচীর নির্মাণ করিল, তাছার অভিপ্রায় এই, যে বাহিরের প্রাচীর ভগ্ন হইলে তাহার। ঐ নূতন প্রাচীরের পশ্চাতে আশ্রয় লইতে পারবে। সেই সময়ে আক্রমণকারির আপনাদিগের যন্ত্রের উপর উঠিয়া প্লাটীয়া † নগরের পর্ব প্রাচীর অতি ভয়ঙ্কর রূপে উৎপটন করিল। ইহাতে নগরবাসির ভীত হইয়াছিল বটে, কিন্তু একেবারে অভরসান্বিত ন হইয়া নানা প্রকাব উপায় করিতে লাগিল ; যথা যে সকল যুদ্ধার্থ মেষ যন্ত্র তাহাদিগের প্রতিকূলে আসিতে লাগিল, তাহণ রুজু ও ফিক্নদ্বারা ধরিয়। তাছাদেৰ শক্তি হ্ৰাস করিতে লাগিল। আক্রমণকারির এইরূপ আক্রমণ করা বিফল দেখিয়। এৰ^ আtপনাদের মঞ্চের সম্মুথে নতন প্রাচীর দেখিয়। অভিযোগদ্বারা ঐ স্থান অধিকার করিবার আশয়ে নিরাশ হইল; পরে তাহারা ঐ নগর দগ্ধ করিতে চেষ্টা করিয়াছিল, কিন্তু অকস্মাৎ বৃষ্টি হওয়াতে তাহাও হইতে পারিল না । এই প্রযুক্ত চতুদিকে ইষ্টকের এক প্রাচীর নির্মাণ করিয়া তাহার উভয় পাশ্বে অতি গভীর গৰ্ত্ত খনন করিয়া ঐ নগর একেবারে বেষ্টন করিল। এই প্রাচীর