পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ঞ্জ করণের অনুমতি দিলেন, তাহাতেই ইফিস ঃ নগর অতিশয় ঐশ্বৰ্য্যশালী ও বদ্ধিষ্ণু হইয়া ছিল। এইকালে পাশাঁ রাজার পুত্র সাইব • সার্ডি+ নগরে আসিয়াছেন শুনিয়া তিনি তাহার সহিত সাক্ষাৎ করিতে ও টিসাফনের * ব্যৰহাৰবিষয়ে অণদাস করিতে তথায় গমন করিয়া কহিলেন, যে টিসাফনের * কপটতাতেই অামাদিগের সাধারণ বিনাশের পথ হইয়াছে। সাইর * আপনিও টিসাফনের * প্রতি দ্বেষ করিতেন, অতএব এই সকল আদাস মনোযোগ পৰ্ব্বক শুৰণ করিয়া লাইসগুরের * মতানুসারে নাৰিকদের বেতন বৃদ্ধি করিলেন ; ইহাতে এই উত্তম ফল দশিল, যে আন্ধানীয়দের * ডিঙ্গা সকল উজাড় হইয়। তাবৎ সেনা লাসিডিমোনীয়দের * সহিত সংযোগ করিল ; যেহেতুক সেনার ন্যায় অন্যায় কিছু মাত্র বিবেচনা না কৰিয়া যে পক্ষে অধিক ৰেতন পাইল সেই পক্ষেই মিলিল । আথানীয়দের * এই দুৰ্দ্দশাভিন্ন আরও হইয়াছিল। যথা । আল্লিবাইএডি * নতন সৈন্য স~গ্ৰহ করিবার নিমিত্ত ডিঙ্গা ত্যাগ করিয়া স্থানান্তরে গমন করিতে বাঞ্ছিত হইয়া আণ্টিওথকে * ডিঙ্গার অধ্যক্ষতা ভার দিয়া তাহাকে বিশেষ রূপে এই আজ্ঞা দিলেন, তুমি আমার আগমনসময় পর্যন্ত কোন প্রকারে আক্রমণারম্ভ করিও না, কিন্তু আণ্টিওখ * এই অাজা পালন না করিয়া আপনি যশ পাইবার নিমিত্ত আতুিবাইএডি * ফিরিয়া আসিতে না আসিতে ডিঙ্গা লইয়। ইফিস । নগরে যাইয়া শবুদিগকে যুদ্ধে প্রবৃত্ত করণের চেষ্টা পাইতে লাগিলেন। লাইসাণ্ডৰ * প্রথমে তুচ্ছ করিয়া তাহার দমনার্থেক এক থান ডিঙ্গা পাঠাইলেন, কিন্তু আথানীয় * ডিঙ্গা সকল স্বীয় অধ্যক্ষের আশুয়ার্থ আসাতে লাসিডি