পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

33* পারিত। কিন্তু তাহার বন্ধুগণ তাহার যে গম্ভীর সুস্থিরতার কারণ সৰ্ব্বদা প্রশ^সা করিতেন তাহ এতাদৃশ দুঃথিত অবস্থায়ও ছিল ; তিনি আপন স্বাভাবিক প্রফুল্ল বদনে বন্ধুগণের সহিত কথোপকথন করিয়া ছিলেন । ক্রাইটে * কহেন যে তাহার মৃত্যু দিবসের পূর্ব রজনীতে তিনি অন্য সময়ের ন্যায় স্বচ্ছন্দ ও নিরুদ্বেগে নিদু গিয়াছিলেন । তিনি আপলো " ও ডাইএনার * নামে ধৰ্ম্ম গান প্রস্তুত করিয়াছিলেন, এব৪১ ইসপের * এক ইতিহাস পদ্য রচনা করিয়াছিলেন । সোফ্রাটির - মৃত্যু ভয় প্রায় কিছুই হয় নাই, কেননা কাৰাগার হইতে পলায়ন করিতে সক্ষম হইয়াও তাই কবেন নাই ; কারণ যে দিবসে ঐ পৰোক্ত ডিঙ্গ পুনরাগমন করিল তৎপৰ্ব্ব দিবসে বা তদিবসে ক্রাইটে) * নামক তাহার এক জন অতি আত্মীয় বন্ধু আসিয়া উহাকে কছিলেন, অহে বন্ধো, তুমি এইক্ষণে কারাগারহইতে অনায়াসে পলায়ন কবিতে পার, কারণ কারাগার রক্ষককে বশীভূত করা গিয়াছে, তিনি তোমার কারণ কারাগালদ্বার গুলিয়। বাথিৰেন, অতএব তোমার যদ্যপি বাস্থ হয় তবে স্বচ্ছন্দে থেসেলিতে + প্রস্থান কর । ইহাতে সোফ্রাটি * হাস্য কবিয়া প্রশ্ন করিলেন যে হে বন্ধো, আটিকা হইতে প্রস্থান কঃিযা অন্য কোন স্থানে ৰাস করিলে কি মৃত্যু হয় না ; ক্রাইটে * নানা প্রকার বিতণ্ডা করিয়া তাহাকে ঐ উপায় গুহ্য কৰিতে লওয়াটতে লাগিলেন ; সেক্রোটিও * তাছাৰ বাক্য সকল অতিশয় মনোযোগ পৰ্ব্বক শুৰণ করিয়া এতাদৃশ ব্যগত ও অনুগ্রহ জন্য তাহাকে বিস্তুর প্রশ^স এব^ ধন্যবাদ কবি. লেন ; কিন্তু তাহার মতে সম্মত না হইয়। এই ల করিলেন যে অ্যাথিনীয়দের সম্মতি ব্যতিরিক্ত । কারাগার