পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

షె6 আমি তোমাদিগকে সাৰধান থাকিৰণর বিষয় যে উপদেশ দিয়াছি তাহ ভিন্ন অন্য কিছু অধিক কহিব না, কারণ তোমরা সে উপদেশ মান্য করিলে আমার ও অামাৰ পরিবারের যে রূপ সন্তোষ হইৰে সে রূপ অন্য কিছুতেই হইবে না। পরে ক্রাইটােজিজ্ঞাসা করিলেন তোমার মৃত্যুর পর কি রূপ সমাধি দিলে তোমার মনোমত হয় ? ইহাতে সোকাটি * উত্তর করিলেন, যদ্যপি তুমি আমাকে ধরিয়া রাখতে পার, তৰে তোমার যে রূপ ইচ্ছা সেই রূপে দিও। অপর তিনি বন্ধুগণের প্রতি অৰলোকন কৰিয়া ঈষদাস্য করতঃ কছিলেন অামি যে তোমালিগের সহিত কথোপকথন করিতেছি এমত ক্রাইটে * বোধ করেন না, কারণ তিনি আমাকে মোক্রাটি * জ্ঞান না করিয়া সৰ্ব্বদাই আমাকে ভুলিয়া সেই শৰ ভাৰিতেছেন- যাহা তিনি ক্ষণেক কাল পৰে দেথিতে পাইৰেন, নতুবা আমার সমাধির বিষয় জিজ্ঞাসা করেন কেন? তিনি এই সকল কথা বার্ত সমাপ্ত করিয়া গাত্ৰোথান পৰ্ব্বক নিকটবৰ্ত্তি এক কুঠুরীতে সানার্থ গমন করিলেন । কিঞ্চিৎ বিলম্বে স্বালাগারহইতে আইলে তাহার তিনটী সন্তানকে উtহার নিকটে আনা গেল, তাহার মধ্যে দুইটী অতি শিশু কিন্তু অন্যটী বয়ঃপ্রাপ্ত হইয়াছিল । তিনি তাহাদের সহিত কিঞ্চিৎ কাল কথাবাৰ্ত্ত কহিয়া ধাত্রিদিগকে তাহাঙ্গের বিষয়ে আপন কথ্য আজ্ঞা দিয়া তাহালিগকে বিদায় করিয়৷ আপন কুঠরীতে নিজ শয্যায় শয়ন কৰিলেন। তৎক্ষণাৎ পৰোক্ত একাদশ অধ্যক্ষের কিঙ্কর আসিয়া উাহাকে কহিল যে সূর্যের অস্তকাল হওয়াতে তোমার বিষ বৃক্ষের রস পান করিবার সময় হইয়াছে, কিন্তু সে ব্যক্তি ইহা . কহিয়া অত্যন্ত খেদ প্রযুক্ত মুখ ফিরাইয়া রোদন করিতে