পাতা:চক্ষুদান.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চক্ষুদান। ভাগ্যিস্ত খাওয়ায় নি, হাতে খাড় ग़ाइ? আছে তবু ভাল, এমন বশ করায় কায নেই বাপু । বসু । যা হোক, খাওয়ালে না, কিন্তু শেষ ঔষধের ফল হয়েছে। নাপ্তে । কি রূপ ? বস্তু। তার স্বামী বুদ্ধিমান্ত কি না, ঐ কাও স্বচক্ষে দেখে বল্‌লে আমি তোমাকে এত যাতনা দিচ্যি তবু তোমার মন আমার প্রতি এমন, অামা প্রতি তোমার মেহের কিছুই নু্যনত হয় নাই, জ্য, আমি এমনি নরাধম, এমন পতিব্ৰতা স্ত্রীকে পরিত্যাগ করে কুক্রিয়াসক্ত হয়ে আছি। তা যা হবার হয়েছে, আমি এই দিব্যি করলেম আর আমি সন্ধ্যার পর কোথাও যাবে না, বলে সেই অবধি তার অস্ট্রর কোন দোষ নাই ভাই। কোন উপায়ে সেরূপ যদি আমার কপালে ঘটে, তা এমন অদৃষ্ট কি । (কিঞ্চিৎ চিন্তা করিয়া) দেখ নাপতে-বোঁ, আমাকে একটা কায করতে হবে, তুমি ভাই কাল এখানে থেকে । নাপ্তে। দিদিঠাকৃষ্ণণ, তোমার যদি কোন উপকার হয় এক দিন কি পাচ দিন থাকতে পারি— (শব্দ শুনিয়া ) বাইরে কপাটে শব্দ হলো না ? বসু । তা হবে, আসবার সময় হয়েছে, আমি