পাতা:চক্ষুদান.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ চক্ষুদান । তুমি যে আমাকে এত আদর কচো এর মধ্যে যদি তোমার স্বামী এসে উপস্থিত হয় । বসু । তা হলেনই বা, তায় ভয় কি ? তিনি জানেন । নিকুঞ্জ। (স্বগত) কি ? পাপীয়সী, দুরাচারিণী বলে কি ? ও কুকৰ্ম্ম করে আমি জানি ? নাপ্তে। না, এ কথাট তুমি মিথ্যা বলচে, তিনি জানেন তোমাকে কিছু বলেন না ? বসু । বলবেন আর কি ? তিনি আপনি কি কচোন ? নাপ্তে। আপনি কচোন বলে কি তুমিও করবে ? বসু । তা না তো কি ? আমার এইদিন এইকাল, একাকিনী ঘরে ফেলে চিরদিন যখন আপনি বেরোন তখন জান্তে অীর কি বাকি আছে, অবশ্যই জানেন, তিনি তো নিৰ্ব্বোধ নন্‌—ত ওকথা রেখে দেও, এস এউ আমোদ প্রমোদ করি, আমি ভাই তোমার কোলে ಆನ್ನಿ শুই । (ক্রোড়ে শয়ন ।) নিকুঞ্জ। (সক্রোধে স্বগত) আর আমি সম্ভ করতে পারিনে । (গৃহমধ্যে গমন করত প্রকাশে ) কি হচ্যে ? বড় রঙ্গ রসে মেতেছিস্ যে ? ( উভয়ে