পাতা:জীবন (কৃষ্ণপদ বিদ্যারত্ন).djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t ર এই প্রাণ অগ্নি হইয়া প্রজ্বলিত হন, এবং সূৰ্য্য হইয়া প্রকাশ পান, মেঘরূপে বর্ষণ করেন । ইন্দ্র রূপে তুষ্ট অসুরদিগকে দমনপুর্বর্ণক প্রজাগণকে পালন করেন। ইনি বায়ু, ইনি পুথিবী ও ইনি দোতমান রয়ি ( চন্দ্র ) রূপে সমস্ত জগতের পোষণ করেন। অধিক কি অসৎ-শরীরধারী ( স্থল ), ও সৎ অশরীর ( সূক্ষ্ম ) এবং দেবতাগণের জীবনের উপায় অমৃতও এই প্রাণ । ২২। জীবাত্মাই জীবন ( প্রাণ ) ও তিনি সর্বলময় ইহাদার প্রতিপাদিত হক্টলেন । প্রজাপতিশচরসি গর্ভে ত্বমেব প্রতিজায়সে । তুভ্যং প্রাণ প্রজা স্তিম৷ বলিং হরন্তি যঃ প্রাণৈঃ প্রতিতিষ্ঠসি। ২৩ ॥ হে প্ৰাণ ! তুমিষ্ট প্রজাপতি হইয় গভে বিচরণ কর এবং পিতা মাতার অনুরূপ হইয়া জন্মগ্রহণ কর । তুমিষ্ট এক প্রাণ দেহ ও দেহিরুপে সৰ্ব্বাত্মক হইতেছ। মনুষ্যাদি প্রজাগণ সকলেই তোমারে চক্ষুঃ প্রভৃতি ইন্দ্ৰিয়সকল দ্বারা বলি ( ভোগ্যবস্তু ) উপহার প্রদান করে। কারণ চক্ষুঃ প্রভৃতি প্রাণ সমুদয়ের সহিত তুমি সমস্ত শরীরে অবস্থিতি কর। তুমি সকলের শ্রেষ্ঠ বলিয়া তোমার উদ্দেশ্যে যে বলি দেয় ইহ। যুক্তিযুক্ত। যে হেতু তুমিষ্ট ভোক্ত এবং অপর সকলই তোমার ভোজ্য বা ভোগার্হ । ২৩ ৷