পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি কঁদিতে কঁাদিতে শীত বলিলেন,-“ভাই, চল, এতদিন পরে আমরা মা’র কাছে যাব ।” . খড়গ নামাইয়া রাখিয়া দুই রাজপুত্রের বঁাধন খুলিয়া দিয়া, ছলছল চোকে জল্লাদ বলিল,-“রাজপুত্র! রাজার আজ্ঞা, কি করিব-কোলে কঁাখে করিয়া মানুষ করিয়াছি, সেই সোণার অঙ্গে আজ কি-না। খড়গ ছোয়াইতে হইবে -আমি তা’ পারিব না। রাজপুত্র! —আমার কপালে যা’ থাকে থাকুক, এই বাকল চাদর পরিয়া বনের পথে চলিয়া যাও, কেহ আর রাজপুত্ৰ বলিয়া চিনিতে পরিবে না।” বলিয়া, শীত বসন্তকে পথ দেখাইয়া দিয়া, দুইটা শিয়াল কুকুর কাটিয়া, জল্লাদ, রক্ত নিয়া রাণীকে দিল । রাণী সেই রক্ত দিয়া স্বান করিলেন ; খিল-খিল করিয়া হাসিয়া, আপনার তিন ছেলে কোলে, পাঁচ পাত সাজাইয়া, খাইতে বসিলেন । 浚 NIK ( 8 ) গীত বসন্ত দুই ভাই চলেন, চলেন, বন আর ফুরায় না । শেষে, দুই ভাইয়ে এক গাছের তলায় বসিলেন । বসন্ত বলিলেন,-“দাদা, বড় তৃষ্ণ পাইয়াছে, জল কোথায় ❖ትiጅ ?” শীত বললেন,-“ভাই, এত পৰ্থ আসিলাম, জল তােৰোখণ্ড" দেখিলাম না! আচ্ছা, তুমি ব্যস, আমি জল দেখিয়া আসি।” বসন্ত বসিয়া রহিল, শীত জল আনিতে গেলেন। 浚 b一。