পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ম অঃ ] কৃষি । ४२€ -খাগরি, ধলম্বন্দর, মারকুলি, কাজলী, লাল বোম্বাই, সারঙ্গ, সাদা বোম্বাই বা গেণ্ডেরী, এই সপ্তবিধ ইক্ষু ঢাকা জেলায় উৎপন্ন হইয়া থাকে। বোম্বাই ইক্ষু উৎকৃষ্ট। কাপ্তান সুিমান সাহেব মরিসস দ্বীপ হইতে লাল বোম্বাই জাতীয় ইক্ষু সৰ্ব্বপ্রথমে এতদঞ্চলে আনয়ন করেন। প্রথমে এই ইক্ষু ঢাকা জেলাতে খুব জন্মিত, কিন্তু এক্ষণে অতি সামান্ত মাত্রই উৎপন্ন হইয়া থাকে। মধুপুর জঙ্গলের সন্নিকটে এবং ঢাকা ও মীরপুর অঞ্চলে এবং লাক্ষা, ব্ৰহ্মপুত্র ও মেঘনাদের তীর ভূমিতে, দোলাই খালের ধারে এবং রামপালে ও নারায়ণগঞ্জের নিকটবর্তী দেওভোগ নামক স্থানে প্রচুর ইকু জন্মি থাকে। তেওঁত হইতে নরসিংদী এবং কাওরাইদ হইতে লৌহজঙ্গ পৰ্য্যস্ত প্রায় যাবতীয় হাটেই, ੱੇ খালের তীরবর্তী স্থানের ইক্ষু যথেষ্ট পরিমাণে বিক্রীত হয় । ইক্ষুর ক্ষেতে গোময় ও খৈল সাররূপে ব্যবহৃত হয়। বালুকাময় ভূমিতে অথবা পুনঃ পুনঃ ইক্ষু উৎপাদন জন্ত ক্ষেত্রের উৎপাদিক শক্তি নষ্ট হইয়া গেলে প্রথমতঃ উলুধড় জন্মাইতে হয়। দুঃখের ৰিষয় এই যে, এই জেলাতে বিস্তর ইক্ষু উৎপন্ন হইলেও তানুপাতে গুড় কম প্রস্তুত হইয়া থাকে। এক বিঘা জমীতে যে পরিমাণে ইক্ষু উৎপর হয় তাহ দ্বারা ৭০ মণ হইতে ২০ মণ পৰ্যন্ত গুড় यडठ इहाङ नाट्छ । गांशांत्रणऊ: षांशग्रैौ७ १ग शमात्र बांडोग्र बैंकूहे उड़ अडङद्र बछ शबझड श्ञा थारु । ইক্ষুর ব্যবসায় অত্যন্ত লাভ জনক। একবাক্তি ৪ বিঘা জমীতে अक्व क्ष्णब ०.९ ठोि क्ष्णब s••९ अद रुश्रेम बरणब “२ একুনে ১.৫. টাকার ইচ্ছু উৎপাদন করিয়াছিল বলির জানা ৰা,