পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭૨ ঢাকার ইতিহাস। [** १* (ক) হস্তীদন্ত নিৰ্ম্মিত দ্রব্যাদি। বহুকাল হইতেই ঢাকাতে হস্তীদন্ত নিৰ্ম্মিত শাখা; ও চুরি প্রস্তুত হইয়া জাসিতেছে। এখানে খেদা আফিস থাকায় হস্তীদন্ত সংগ্ৰহ করা অনায়াস সাধাছিল ; সুতরাং শিল্পিগণ উহা সংগ্রহ পূৰ্ব্বক শাখা, চুড়ি, পাশারছক ও বুট বোতাম প্রভৃতি নিৰ্ম্মাণ করিয়া বেশ দু পয়সা উপার্জন করিতে সমর্থ হইত। এই শিল্পট এক্ষণেও লুপ্ত হয় নাই । (ঞ) শৃঙ্গের কারখানা। মহিষের শৃঙ্গ নিৰ্ম্মিত শাখা, হরিণের শৃঙ্গের পাশার ছক ও গুটি প্রভৃতি অদ্যাপি বহুল পরিমাণে এখানে নিৰ্ম্মিত হইয়া থাকে । (ট) কাচের চুড়ি। মোসলমান শাসন কাল হইতেই এই জেলায় কাচের চুরি প্রস্তুত হইত। ঢাকার কাচের চুরি ভারত প্রসিদ্ধ ছিল । কিন্তু ফিরোজাবাদের কাচের চুরির অধিক সমাদর হওয়ায় ঢাকাই চুরির ব্যবসায়ে अका ख्रिारइ । फ्रांकांब फूहि शप्ले बश्ल्लांब्रि नाम षांब्राहे झांकाई চুরির ব্যবসায়ের গৌরব স্বচিত হয়। (ঠ) দেশী কাগজ । প্রাচীনকাল হইতেই অড়িম্বল গ্রামে হরিদ্রাবর্ণের এক প্রকার, পুরুকাগজ প্রস্তুত হইত। উক্ত কাগজ প্রস্তুত কারকগণ “কাগজী” নামে পরিচিত ছিল। এই কাগজ গুলি দৈর্ঘ্যে দেড় হস্ত ও প্রন্থে অৰ্দ্ধ হস্ত পরিমিত হইত। পূর্বে আড়িয়ল গ্রামে প্রায় ৫•• ঘর कांशजैौ बांन कब्रिङ । ठेशश्न कांशज थरूड कब्रिब्राहे औदिक?