পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৬৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪শ অঃ ] ঐতিহাসিক স্থান। tళలి ছিলেন। ফাগুসন সাহেব সমগ্র ঢাক। জেলাকেই সমতট আখ্যা প্রদান করিতে সমুৎসুক। ওয়াটাসের মতে উহা ঢাকার দক্ষিণে ও ফরিদপুরের পূৰ্ব্বভাগে অবস্থিত ছিল। ওয়াটাসের মতই আমাদিগের নিকট সমীচীন বলিয়া মনে হয়। " - - সাভার। বংশী নদীর পূৰ্ব্বতীরে, ধলেশ্বরী ও বংশী নদীদ্বয়ের সঙ্গমস্থলে, ঢাকা হইতে ১৩ মাইল রায়ুকোণে সংস্থিত। ধলেশ্বরীর প্রবাহ পরিবর্তন সংঘটিত হইয়া সাভারের কিয়দংশ বুভূক্ষু নদীর কুক্ষিগত হইলেঙ স্পষ্ট প্রতীয়মান হয় যে, এখনও এই পল্লিট ধলেশ্বরী ও বংশী নদীর সঙ্গমস্থলে এবং বংশী নদীর পূৰ্ব্বতটেই অবস্থিত রহিয়াছে। খৃষ্টীয় অষ্টম শতাব্দী পর্যন্ত এই স্থান সম্ভার বা সম্ভাগ প্রদেশের রাজধানী ছিল। ধামরাইর উত্তরপশ্চিম কোণৈক দেশে সম্ভাগ নামে যে একটি ক্ষুদ্র পল্লি পরিদৃষ্ট হইয়া থাকে, উহা অস্থাপি সম্ভাগ প্রদেশের অতীত স্মৃতি জাগরক রাখিতে সমর্থ হইয়াছে। ধামরাই প্রভৃতি স্থানও যে তৎকালে এই সম্ভার প্রদেশেরই অন্তর্গত ছিল, তদ্বিধয়ে কোনও সন্দেহ নাই। বৌদ্ধ নৃপতিগণের শাসনাধীনে সম্ভার প্রদেশ বিপুল বৈভব ও প্রতাপে পরিপূর্ণ ছিল। কিন্তু এই প্রাচীন স্থানের ঐতিহাসিক তথ্য এবম্বিধ জটিল প্রবাদকাহিনীতে পৰ্য্যবসিত হুইয়াছে যে, তাছা হইতে প্রকৃত জ্ঞাতব্য বিষয়গুলির উদঘাটন করা এক্ষণে সহজসাধ্য নহে। পরবর্তী রাজা হরিশ্চন্দ্র এবং কর্ণধার কীৰ্ত্তিকাহিনীতেই সমুর প্রাচীন সত্য আবরণ করিয়া রাখিয়ছে। আমরা এই স্থানের বর্তমান কালের মোটামোট একটি নক্স এবং রাজাসনে প্রাপ্ত বিবিধ কারুকার্যখচিত কয়েকখানা ইঃকখণ্ডের প্রতিলিপি প্রদান করিলাম।