পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 e " ঢাকার ইতিহাস। [ १ब १ বৰুনার সহিত মিলিত হইয়া পরা এই জেলার দক্ষিণ সীমা রক্ষা করিয়া পূৰ্ব্বাভিমুখে প্রবাহিত হইয়া জেলার পূর্বদক্ষিণকোণে মেঘনাদের সহিত মিলিত হইয়াছে এবং পদ্মা, মেঘনাদ ও ব্রহ্মপুত্রের সম্মিলিত প্রবাহ দক্ষিণবাহিনী হুইয়া সাগরে পতিত হইয়াছে। পদ্মার প্রাচীন প্রবাঙ্ক—পূৰ্ব্বে পদ্মানদী ফরিদপুর জেলার মধ্যদিয়া প্রবাহিত হইয়া বাখরগঞ্জ জেলার মেদীগঞ্জ থানার অন্তর্গত কনপপুরের সন্নিকটে মেঘনাদের সহিত মিলিত হইত। এই প্রাচীন প্রবাহ এখন ময়নাকাটা ও আড়িয়লর্থ নামে পরিচিত। পদ্মার গতি পরিবর্তন অতি বিচিত্র। উহার মধ্যে এমন সমুদয় চরের উদ্ভব হয় যে, কোন ষ্টিমার সপ্তাহকাল পূৰ্ব্বে যে স্থান অতিক্রম করিয়া গিয়াছে, তৎপরবৰ্ত্তি সপ্তাহে আর সে স্থান অতিক্রম করিতে সমর্থ হয় না। পূৰ্ব্বে যে স্থান ক্ষীণতোয় ছিল, উহাই আবার গভীর হইয়া পড়িয়াছে, পরিলক্ষিত হয়। এই নদী কোনও সময়ে মধুমতি ও হরিণাষাটার সহিত সম্মিলিত হইবার জন্য একটি প্রধান শাখা অবলম্বন করিয়াছিল। ইহাতে নদীয়া ও যশোহর জেলার নদীগুলি প্রায়ই বন্ধ হইয়াছে। নৌকাযোগে পূৰ্ব্বে এই সকল নদী বাছিয়া পশ্চিমবঙ্গে, এমন কি, উত্তরপশ্চিম প্রদেশ সমূহেও যাতায়াত করিতে পারা যাইত এবং ষ্টিমার চলাচলেরও বাধ৷ ছিল না। এখন মধুমতি ও হরিণঘাটা অবলম্বনে সুন্দরবনের মধ্য অথবা নিম্ন দিয়া পশ্চিম বঙ্গে যাইতে হয়। পর বা পদ্মাবতীর নাম ব্ৰহ্মাওপুরাণে দৃষ্ট হয়। উছাতে পাবতী গঙ্গার শাখানদী বলিয়া কীৰ্ত্তিত হইছে! ব্রহ্মবৈবৰ্ত্ত ও দেবীভাগবতে ইহাকে স্বতন্ত্র নদী বলা হইয়াছে। বৃহদ্ধৰ্ম্মপুরাণ পূৰ্ব্বথও ১১ অধ্যায়ে পদ-গদা-সঙ্গম তীর্থস্থান বলিয়া উল্লিখিত হইয়াছে।