পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

 এইবার একটু হাঁ কম করিয়া, চাঁদ পুনরায় বলিলেন,— “আমার মূল-শিকড় কাটিতে মানুষ আসিতেছে।”

 সিপাহী বলিলেন,— “অত আর চুপি চুপি কথা কহিতে হইবে না। কোথাও ডাকাতি করিবে: না কি যে, অত চুপি চুপি কথা! যদি কোথাও ডাকাতি কর, তো আমায় কিন্তু ভাগ দিতে হইবে।”

 চাঁদ ভাবিলেন,— “সিপাহী-লোকের সঙ্গে কথা কওয়া দায়। কথায় কথায় রাগিয়া উঠে।”

 চাঁদ পুনরায় বলিলেন,— “না, ডাকাতি করিবার কথা বলি নাই। আমি কোথাও ডাকাতি করিতে যাইব না। আমি বলিতেছি যে, আমার মূল-শিকড় কাটিতে মানুষ আসিতেছে।”

 সিপাহী এতক্ষণে ..চাঁদের কথা শুনিতে পাইলেন।

 সিপাহী বলিলেন,— “তোমার মূল-শিকড় কাটিতে মানুষ আসিতেছে? তা বেশ, কাটিয়া লইয়া যাইবে। তার আর কি?”

 চাঁদ বলিলেন,— “তুমি আকাশের চৌকিদার, তুমি আমাকে রক্ষা করিবে না?”

 সিপাহী উত্তর করিলেন,— “তোমার রক্ষা করিতে গিয়া যদি আমার মূল-শিকড়টি কাটা যায়। তখন?”

116
ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ