পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সকলকে মারিয়া ফেলিবে, এরূপ ভয়ও দেখাইল । সৰ্ব্বত্রই তখন বিদ্রোহানল প্ৰজ্বলিত! বিচার নাই, বিবেচনা নাই, ঘোরতর অরাজকতা! কোন স্থানে সপরিবারে পলাইয়া যে, আপনার, স্ত্রীর ও শিশু দুইটির প্রাণরক্ষা করিবেন, এরূপ উপায় গোবিন্দবাবুর ছিল না। বাবুরাম নামক একজন সে-দেশী কায়স্থ তাহার অধীনে কৰ্ম্ম করিতেন। বাবুরামের নিবাস অযোধ্যার এলাকায় হরডুই জিলার একখানি গ্রামে। এই বিপ্লবের সময় পরিবারবর্গকে বিদেশে নিজের কাছে রাখা উচিত নয়, এই ভাবিয়া বাবুরাম তাহাদিগকে হরডুই পাঠাইবার নিমিত্ত আয়োজন করিলেন । গোবিন্দবাবু তাঁহাকে বলিলেন,- “ভাই! তোমার পরিবারবর্গের সহিত যদি আমার স্ত্রী ও পুত্র দুইটিকে তোমার গ্রামে পঠাইয়া দাও, ও তােমার গৃহে তাহাদিগকে কিছুদিনের নিমিত্ত আশ্রয় দাও, তাহা হইলে আমার বড় উপকার হয়; এমন কি, তাহাদিগের প্রাণদান করা হয়। তা না হইলে এবার আসিয়া বদমায়েসেরা সকলকে মারিয়া ফেলিবে। পরিবারবর্গ কোন নিরাপদ স্থানে আশ্রয়প্রাপ্ত হইলে, আমি একপ্রকার নিশ্চিন্ত হই। তাহার পর আমার নিজের কপালে যাহা থাকে, তাহাই হইবে।” বাবুরাম উত্তর করিলেন,- “আমার পরিবারের সহিত আপনার স্ত্রীকে আমি পাঠাইতে পারি। কিন্তু বালক দুইটির ভর আমি লইতে পারিব না। তাহারা এখানে—সেখানে দৌড়াদৌড়ি করিবে। এ হুলস্কুলের সময় কে তাহাদিগকে রক্ষণাবেক্ষণ করিবে? সঙ্গে আমি নিজে যাইতে পরিতাম, ভুহ্য হইলেও এক কুণ্ডু থুকিড়, কিন্তু সাঙ্গুরুর অবর্তমানে তাঁহার কার্য পরিত্যাগ করিয়া আপনিও যাইবেন না, আমিও যাইব না।” @ অগত্যা গোবিন্দবাবু কেবল স্ত্রীকে বাবুরামের র সহিত পাঠাইতে বাধ্য হইলেন। ছেলে দুইটি লইয়া এখন ঘোর ভাবনা হইল। কবে কে আসিয়া তাহাদিগকে কাটিয়া যাইবে, সৰ্ব্বদাই এই ভয় হইতুে । অবশেষে পাড়ে বলিলেন, — “মহাশয় যদি অনুমতি করেন, তাহা হইলে ছেলে আমি কানপুরে রাখিয়া আসি। কানপুরের নিকট নবাবগঞ্জে মাঠের মাঝখানে একটি বাগানে বনের ভিতর আমার স্ত্রী বাস করেন। সে স্থানে কোন ভয় নাই। আমার স্ত্রীর দুইটা মেটে কলসী চুরি করিতে কেহ আর যাইবে না। যদি বলেন তো লব-কুশিকে আমার স্ত্রীর কাছে রাখিয়া আসি।” গোবিন্দবাবু আমার স্বামীর কথায় সম্মত হইলেন। স্বামী রাত্রিকালে ছেলে দুইটিকে একখানি গরুর গাড়ীতে বসাইয়া প্ৰাতঃকালে আমার নিকট আসিয়া উপস্থিত হইলেন। দ্বিতীয় অধ্যায়। লব ও কুশি তাড়াতাড়ি আমি একখানি চারপাই পাতিয়া দিলাম। জোন সাহেব যে ভাল মখমলের জামা দিয়াছিলেন, ছেলে দুইটি সেই জামা পরিয়াছিল। তাঁহাদের কোঁকড়া-কোঁকড়া চুল এলোথোলো হইয়া বুকে-পিঠে পড়িয়াছিল। দেবকুমারীতুল্য তাঁহাদের রূপ! বনের ভিতর আমার সেই ভাঙ্গা \5ርአO দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.com%27ook