পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৪৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুনরায় যখন মাঘ মাস আসিল, পুনরায় যখন শ্ৰীপঞ্চমীর সময় আসিল, তখন পাল মহাশয় কলিকাতায় আসিয়া, ভট্টাচাৰ্য মহাশয়কে বিবাহের দিন ধাৰ্য্য করিতে বলিলেন। তাহার পর, সে শুভকাৰ্য,-অন্য লোকের যেভাবে সম্পন্ন হয়, আমারও সেইভাবে হইল। পূৰ্ব্বের ন্যায় যদি আমার প্রাণে রস থাকিত, তাহা হইলে কিরূপে বাসর-ঘর হইল, কিরূপে শালী-শালাজগণ আমার সহিত তামাসা করিল, সেসব পরিচয় বিস্তারিতভাবে আমি আপনাদিগকে প্রদান করিতাম। কিন্তু নিয়োগী-পুত্রের চিতাগ্নিতে সে রস আমার শুষ্ক হইয়া গিয়াছে। রস নাই বটে, তবে মন আমার আনন্দে পরিপূর্ণ হইয়াছে। কারণ, আমার রাধারাণী, রূপেগুণে লক্ষ্মী। সরস্বতী দেবীর বরে আমি একাধারে এই লক্ষ্মী সরস্বতী লাভ করিয়াছি। সেদিন দেবীকে পূজা করিতে গিয়াছিলাম, তাই ভট্টাচাৰ্য মহাশয়কে পাইয়াছিলাম। তাহার পর, তাঁহার দ্বারা পাল মহাশয়কে পাইলাম। অবশেষে রাধারাণীকে লাভ করিলাম। সেদিন দেবীকে যদি অঞ্জলি দিতে না। যাইতাম, তাহা হইলে এসব যোগাযোগ হইত না। সেইজন্য বলি যে, মা সরস্বতীর কৃপায় আমি রাধারাণীকে লাভ করিয়াছি। রাধারাণীকে লাভ করিয়া, আজ, হে পাঠক! আপনাদের দাসানুদাস এই মদন ঘোষের বদন হাসিতে পূর্ণ হইয়াছে। মুক্তা-মালা sNAls viði (SS BS! ro www.amarboi.com ro 8ዓኦP)