পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“পতি সঙ্গে আকাশেতে সতী থাকে সুখে । যশোদা পেতিনী হেথা থাকে মনোদুখে৷ যশোদার দুঃখ দেখি সতী দুখ পায়। পতি সঙ্গে সতী পুন আইল ধরায়া৷ যশোদা আকিল ছবি কলের ভিতর। কন্যা অন্বেষিতে বর গেল দেশান্তর৷ গাছে বর ঘরে কন্যা করে শুভদৃষ্টি। কালো মেঘ থেকে পড়ে টিপি টিপি বৃষ্টি৷ মেঘের কোলে চকচকাতি করে ঝিকিমিকি । বরের হাত ধ’রে কনে হাসে ফিকিফিকি৷ যশোদার পাপমুখে সতীর কৃপায়। ড্যাং-ড্যােঙাতে ড্যাং-ড্যােঙাতে স্বৰ্গে চলে যায়। এই কথা বলিতে বলিতে সেই উজ্জ্বল স্ত্রীমূৰ্ত্তি ক্ৰমে আকাশে উঠিতে লাগিল। এদিকে যেমন তাহার কথাও শেষ হইল, আর ওদিকে সেই উজ্জ্বল মূৰ্ত্তি মেঘের সহিত মিলিয়া গেল। আশ্চৰ্য্য হইয়া হৃষীকেশ ও আন্না আকাশের দিকে চাহিয়া রহিলেন। তাহারা কিছু দেখিতে পাইলেন না। অবশেষে হৃষীকেশ বলিলেন,- “কি অদ্ভুত ব্যাপার!” অন্নপূর্ণা বলিলেন,— “বড়ই অদ্ভুত! কি অন্ধকার! क्षुषमा शलै गई, এখানে দাড়াইয়া আর ভিজিবার আবশ্যক নাই।” (O) পথে যাইতে যাইতে হৃষীকেশ বলিলেন, -ং আমি দেশে দেশে ভ্ৰমণ করি, তখন হইয়াছিল। নানা বিষয়ে তিনি আমাকে র ছবি লইয়া তোমার অন্বেষণে যখন এক মহাত্মার সহিত আমার সাক্ষাৎ প্ৰদান করেন। ভগবান অতি নিৰ্দয়; মায়াতে ভুলইয়া অগণিত জীবকে নানারূপ করিতেছেন;—এই বিষয় সম্বন্ধে তাহার সহিত আমার তর্কবিতর্ক উপস্থিত হয়। আমার সন্দেহভঞ্জনের নিমিত্ত কিছুক্ষণের জন্য তিনি আমাকে দিব্যচক্ষু প্ৰদান করিয়াছিলেন। আমি দেখিলাম যে, ভগবান প্রকৃতই কৃপাসিন্ধু। তাঁহার সেই দয়ার অণুমাত্র লাভ করিয়া দাতা দীনের দুঃখ দূর করেন। পিতামাতা পুত্ৰ-কন্যাকে স্নেহ-মমতা করেন, পতি পত্নীকে ও পত্নী পতিকে ভালবাসেন। আমাদিগের বঞ্চনা করিবার নিমিত্ত তিনি আমাদের মনে ভালবাসা প্ৰদান করেন নাই। এই জগৎ অনন্ত সমুদ্রকুলে বালুকারাশির তুলনায় সামান্য একটি বালুকা-কণা যেরূপ, সমগ্র জগতের তুলনায় আমাদের এই পৃথিবী সেইরূপ। আমি দেখিলাম যে, আমাদের প্রকৃত বাসস্থান। এখানে নহে। আমাদের প্রকৃত বাসভূমি অন্যস্থানে। সে স্থানে শোক নাই, তাপ নাই। যাহাদিগকে আমরা এখানে ভালবাসি, সে স্থানে পুনরায় তাহাদের সহিত আমাদের সাক্ষাৎ হইবে। শিক্ষার নিমিত্ত জীব মাঝে মাঝে জড়শারীর ধারণ করিয়া, পৃথিবীর ন্যায়স্থানে জন্মগ্রহণ করে। আত্মীয়স্বজনের মঙ্গলের নিমিত্ত, পরের উপকারের নিমিত্ত, অথবা জগতের হিতের নিমিত্তও মাঝে মাঝে লোক জড়জগতে পুনরাগমন করে। যশোদা গোয়ালিনী পেতনী হইয়াছিল। এইমাত্র সে নিজে বলিল যে, আমাদের পুনরাগমনে সে নরক-যন্ত্রণা হইতে নিকৃতি পাইল। অন্নপূর্ণ! সত্য এবং পরোপকার- ইহা অপেক্ষা ধৰ্ম্ম নাই।” WS8 frig -ibs gas sell - www.amarboicomf:5'"