পাতা:দিল্লীশ্বরী.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ल्लिौश्वघ्नौ 8& পেশ করিতে হুকুম দিলেন। মামুদ তখন বিয়াস্ ও র্তাহার পুত্র আবুল-হসনকে রাজদরবারে চাঞ্জির করিলেন। বাদশাহ আকবর মাতুষ চিনিতে পারিতেন ; এই জন্তই তাহার দরবারে এত রথী মহারথীর সমাবেশ হইয়াছিল। তিনি ধিয়াস্ ও র্তাহfর পুত্রকে দেখিয়া বুঝলেন, মাসুদ মিথ্যা বলে নাই—এ দুইটি অমূল্য রত্নই বটে। আকবর হৃষ্টচিত্তে থিয়াস ও টাঙ্গর পুত্র আবুলচসকে (পরে আসফ ) রাজসরকারে চাকুর দিলেন। অতি অল্পদিনের মধ্যেই ঠাইরাকৃতিত্বের পরিচয় দিয়া বাদশাহ্ র বিশ্বাসী কৰ্ম্মচারিরূপে পরিগণিত হইবার সৌভাগ্যলাভ করিলে ! বাদশা হারেমে মামুদ-পত্নীর ঘ}তারান্তের অনুমতি ছিল ; তিনি নিহর-উন্নদা ও তাহার মাতা আসমৎ বেগমকে সঙ্গে লইয়া প্রায়ই বঙ্গমস্থলে যাইতেন । ক্রমে মিহুর বালা হইতে কৈশোরে,এবং কৈশোর হইতে যৌবনে পদার্পণ করিলেন । র্তাহান্ন অলোকসামান্য সৌন্দর্য্যের অসাধারণ মোহিনী-শক্তি ছিল । সে লন্দৰ্য্য দেখিলে বুঝি বা মুনিরও মন টলিত । অন্তঃপুরে ম : মধ্যে যুবরাজ সলীমের সহিত মিছরের দেখাসাক্ষাৎ হইত। সলীম তাহাকে অরকি হইয়া দেখিতেন । দেখিয় দেখিয়া তাহার মনে কোন ভাবের উদয় হইত কে জানে ? তিনি মিছরকে বিশেষ আদর-যত্ন করিতেন। সলীম্‌ স্বপুরুষ-নবীন যুবা ; মিত্রও অনুপম রূপলাবণ্যমী তরুণী । শাহজাদার সৌন্দৰ্য্যপিপাসু চিত্ত ঠাখার প্রতি আকৃষ্ট হইল। উদ্ভিরযৌবনী মিহরও পাপনার হৃদয়ের দ্বার রুদ্ধ রাখিতে পারেন নাই । উভয়ে