পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দৰ্পণ ** হজম হয় কেমন কর্যে ? কি পদাঘাতই করিতেছে, বাপ । বেট যেন আমার কালেজ আউট বাবুদের গৌণপর মাগ। ( নেপথ্যে ) ডেওয়ান, ডেওয়ান । গোপী । বন্দী হাজির ৷ এবার কার পালা— “প্রেমসিন্ধু নীরে বহে নানা তরঙ্গ ।” গোপীর প্রস্থান দ্বিতীয় গর্ভাঙ্ক নবীনমাধবের শয়নঘর আদুরী বিছানা করিতে২ ক্ৰন্দন অাকুরী । আহা ! হা হা, কনে যাব, পরাণ ফ্যাটে বার হলে, এমন কর্যেও ম্যারেচে কেবল ধুক ধুক কত্তি নেগেচে, মাঠাকুরুণ দেখে বুক ফ্যাটে মরে যাবে। কুটি ধর্যে নিয়ে গিয়েচে ভেবে তানারা গাচ তলায় আঁচড়া পিচড়ি করে কান্তি নেগেচেন, কোলে কর্যে যে মোদের বাড়ী পানে আনলে তা দেখতি পালেন না । ( নেপথ্যে ) আকুরী, আমরা ঘরে নিয়ে যাব । আদুরী। তোমরা ঘরে নিয়ে এস, তানার কেউ এখানে নেই। মূৰ্ছাপন্ন নবীনমাধবকে বহন করত: সাধু এবং তোরাপের প্রবেশ সাধু। (নবীনমাধবকে শয্যায় শয়ন করাইয়া) মাঠাকুরুণ কোথায় ? আন্ধুরী । তানারা গাচতলায় দেড়য়ে দেখতি নেগেলেন, (তোরাপকে দেখায়ে ) ইনি যখন নে পেলয়ে গ্যালেন মোরা