পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী سياسيا ভাবলাম কুটি নিয়ে গেল, তানারা গাছতলায় আঁচড়া পিচড়ি কত্তি নেগলে, মুই নোক ডাকৃতি বাড়ী আলাম। মরা ছেলে দেখে মাঠাকুরুণ কি বাচবে ? তোমরা এট, দাড়াও মুই তানাদের ডাকে আনি । আদুরীর প্রস্থান পুরোহিতের প্রবেশ পুরো । হা বিধাতঃ ! এমন লোককেও নিপাত করিলে । এত লোকের অন্ন রহিত হইল ! বড়বাবু যে আর গাত্ৰোখান করেন এমন বোধ হয় না । সাধু। পরমেশ্বরের ইচ্ছ, তিনি মৃত মনুষ্যকেও বাচাইতে পারেন । পুরো । শাস্ত্রমতে তেরাত্রে বিন্দুমাধব ভাগীরথীতীরে পিণ্ডদান করিয়াছেন, কেবল কত্রীঠাকুরাণীর অনুরোধে মাসিক শ্রাদ্ধের আয়োজন । শ্রাদ্ধের পর এ স্থান হইতে বাস উঠাইবার স্থির হইয়াছিল এবং আমাকে বলিয়াছিলেন আর ও তুর্দান্ত সাহেবদিগের সহিত দেখাও করিবেন না, তবে অদ্য কি জন্য গমন করিলেন ? সাধু। বড়বাবুর অপরাধ নাই, বিবেচনারও ত্রুটি নাই । মাঠাকুরুণ এবং বউঠাকুরুণ অনেকরপে নিষেধ করিয়াছিলেন, র্তাহারা বলিলেন “যে কএক দিন এখানে থাকা যায় আমরা কুআর জল তুলিয়া স্নান করিব, অথবা আঞ্জুরী পুষ্করিণী হইতে জল আনিয়া দিবে, আমাদিগের কোন ক্লেশ হইবে না।” বড়বাবু বলিলেন “আমি ৫০ টাকা নজর দিয়া সাহেবের পায় ধরিয়া পুষ্করিণীর পাড়ে নীল করা রহিত করিব, এ বিপদে বিবাদের কোন কথা কহিব না” এই স্থির করিয়া বড়বাৰু