পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}} • দীনবন্ধু-গ্রন্থাবলী সাবি। তুই আমার ছেলে দেখে হিংসে কচ্চিস, ও সৰ্ব্বনাশি, রাড়ি আঁটুকুড়ির মেয়ে, তোর ভাতার মরে—বার হ, এখান থেকে বার হ, নইলে এখনি তোর গলায় পা দিয়ে জিব টেনে বার করবো। সর । আহ । আমার শ্বশুর শাশুড়ীর এমন সুবর্ণযড়ানন জলের মধ্যে গেল ! সাবি । তুই আমার ছেলের দিকে চাস নে, তোরে বারণ কচ্চি—ভাতারখাগি । তোর মরণ ঘুয়্যে এয়েচে দেখুচি। কিঞ্চিৎ আগ্রে গমন সর । আহা ! কৃতাস্তের করাল কর কি নিষ্ঠুর । আমার সরল শাশুড়ীর মনে তুমি এমন দুঃখ দিলে, হা যম । সাবি। আবার ডাকচিস্, আবার ডাক্‌চিস্ (দুই হস্তে সরলতার গল টিপে ধরিয়া ভূমিতে ফেলিয়া) পাজি বিটি, যমসোহাগি, এই তোরে মেরে ফেলি । ( গলায় পা দিয়া দণ্ডায়মান ) আমার কত্তারে খেয়েচ, আবার আমার স্থদের বাছাকে খাবার জন্তে তোমার উপপতিকে ডাক্‌চে—মর মর মর মর (গলার উপর মৃত্য )। সর । গ্যা—অ্যা, অ্যা, অ্যা সরলতার মৃত্যু বিন্দুমাধবের প্রবেশ বিন্দু। এই যে এখানে পড়িয়া রহিয়াছেন—ও মা, ও কি আমার সরলতাকে মেরে ফেলিলে জননি ( সরলতার মস্তক হস্তে লইয়া) আমার প্রাণের সরল যে এ পাপ পৃথিবী পরিত্যাগ করিয়াছেন । ( রোদনান্তর সরলতার মুখচুম্বন ) সাবি। কামড়ে মেরে ফেল নচ্ছার বিটিকে—আমার কচি