পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Weg দীনবন্ধু-গ্রন্থাবলী গমন ) প্রাণাধিকে ! একটি কথা জিজ্ঞাসা করে যাই, কাল কখন আসবো ? কামি । কাল বিকেলে এসো—জননী বুঝি আসচেন— বিজয় । আমিও চল্লেম প্রেয়সি ! স্থপা ফেলে যেতে পারি নে। শশিমুখি ! প্রাণ রইল প্রাণের কাছে । [ প্রস্থান । কামি । প্রাণনাথ বাগানের বার হন নাই, মন এর মধ্যেই এত ব্যাকুল, এখন সমস্ত রাত্রি যাবে, কাল সমস্ত দিন যাবে, তবে প্রাণনাথের দেখা পাবে। জননী শুনে কি বলবেন তাই ভাবৃচি ; জগদীশ্বর বিপদ উদ্ধারের কৰ্ত্ত । ( কিঞ্চিৎ গমন ) সুরমার প্রবেশ সুরমা । হ্যা মা কমিনি, সন্ধ্যাকালে একাকিনী পুকুরের ধারে বেড়াচ্চো ? একে এই গাটা কেমন কেমন করেচে–ও ম, এ কি বেশ হয়েচে, অবাক ! সলাজে কামিনীর প্রস্থান । অামি যা ভেবেছিলাম তাই, আমি মল্লিকে মালতিকে তখনি বলিচি, বিজয় কামিনীর শুভদৃষ্টি হয়েচে, পরস্পরের মনে প্রণয়ের সঞ্চার হয়েচে । না হবে কেন ? অমন নবীন অপরূপ রূপ দেখলে, কার মন না মোহিত হয় ? বাছার যেমন বর্ণ, তেমনি গঠন, কথাগুলিন মধুমাখা । শক্রমুখে ছাই দিয়ে আমার কামিনীরও মুনিমনোহর রূপ । যদি আমার অনুধাবন যথার্থ হয়, তবে বিজয় কামিনীর বিয়ে দেব, কেউ রাখতে পারবে না, পৃথিবী শুদ্ধ লোক এক দিকে, আর আমি এক এক দিকে—কামিনী লজ্জায় কারে কাছে কিছুই বলে না, আমি আপনিই জিজ্ঞাসা করবে। —আমার কামিনী রাজরাণী না হয়ে তপস্বিনী হবে ? তা মনে কল্যে অামার হৃদয় যে বিদীর্ণ