পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী brఫీ কিছুতেই ক্লেশ বোধ হয় না ; বাবা, কামিনী আমার বড়মানষের মেয়ে, কেমন করে তপস্বিনী হয়ে থাকবে, কেমন করে পর্ণকুটীরে বাস করবে, কেমন করে বনে ভ্রমণ করবে ? কামি । জননি, আমার জন্যে আপনি কোন খেদ করবেন না, আপনি ধৰ্ম্মশীলা তপস্বিনী, আপনি সাক্ষাৎ ভগবতী, আপনার সেবা কত্তে পেলে আমি পরম মুখে থাকবে, মা, আমার জন্তে খেদ করে আমার মনে ব্যথা দেবেন না । তপ । ( কামিনীর মুখ চুম্বন করিয়া ) আহা ! মা আমার স্বশীলতায় পরিপূর্ণ, মার যেমন নরম স্বভাব, মার তেমনি মধুমাখা কথা—শু্যামা, আমার বিজয়, কামিনীকে খুব যত্ন করবে, আমার বিজয়, কামিনীকে খুব আদর করবে, আমার বিজয় কামিনীকে খুব ভাল বাস্বে—শ্যাম, আমার বিজয়ের বউকে আমি বুকের ভিতর করে রাখবো, আমি আপনি কখন মন্দ কথা বলবে না, আমার বিজয়কেও চড় কথা বলতে দেব না ; শ্যাম, আমার প্রাণের বউকে কেউ মন্দ কথা বলে আমার বুক ফেটে যাবে । শাশুড়ীর প্রাণে ত৷ কি কখন সয় ? ( চক্ষে অঞ্চল দিয়া রোদন ) কামি । মা, আপনি পরিতাপে পরিপূর্ণ হয়ে রয়েচেন, ম৷ আপনার একটি একটি কথা মনে হয়, আর নয়নজলে বুক ভেসে যায়, মা আর রোদন কর না, মা আমরা দিবানিশি আপনার সেবা করবো, মা আমরা আপনাকে আর র্কাদতে দেব না । বিজ । ( দীর্ঘনিশ্বাস ) অনাথনাথ ! [ প্রস্থান । তপ । হ্যা মা কামিনি—তোমার মার তুমি বই আর সন্তান নাই ? কামি । আমি মার একমাত্র সস্তান, আর হয় নি । 》