পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী ది లి জল । মন্ত্রী বলে চ্যাচাও ক্যান ? মল্লি । মন্ত্রী মহাশয়কে ও ঘরে লুক্য়ে রাখি । মাল। ও ঘর আগে খুজবে । নেপথ্যে । মালতি, ধরা পড়েচে, আর ঢাকলে কি হবে, দোর খোলো ; ত। নইলে দোর ভেঙ্গে ফেলি । ( দ্বারে পদাঘাত ) জল । ও মা ! জগদম্বার যে অার নাই, সৰ্ব্বনাশ হলো, প্রেম কত্তে প্রাণ খোয়ালেম– মল্লি । ( হাস্য বদনে ) জগদম্বার অার নাই— জল । ওরে আমি বলিচি তার তার কেউ নাই—আহ। ছেলে পিলে হয় নি, আমাকে নিয়ে সুখে আছে, এখন এ বিপদ হতে কেমন করে উদ্ধার হই । আহা! সেই সময় যদি মালতীকে মা বলি, তা হলে এমন করে মরণ হয় না ! মল্লি । তুমি জোর করে না, সদাগরকে মেরে তাড়য়ে দাও, আমরা তোমার সাহায্য করবে— জল । আমার তিন কাল গিয়েচে এক কাল আছে, ওদের সঙ্গে কি জোরে পারি—তোমরা বলে। আমি ঔষধ নিতে এইচি– ( দ্বারে পদাঘাত ) মাল । ভেঙ্গে ফেল্লে যে—মল্লিকে ও ঘরে গদির তুলোগুলো গাদ হয়ে পড়ে আছে, তার ভিতর মন্ত্রী মহাশয়কে লুক্য়ে রাখগে, আমি কৌশল করে ও ঘরে যাওয়া রহিত করবো । • জল । আমি তুলোর ভিতর ডুবে থাকিগে, নড়বে না চড়বে না, দেখ যদি এ ঘরে রাখতে পারে ; তোমরা মেয়ে মানুষ, তোমরা ভাতারের ভাতার, যা মনে কর তাই কত্তে পারে, তবে আমার কপাল ।