পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

× თ 8 দীনবন্ধু-গ্রন্থাবলী মল্লি । আচ্ছ। এস তোমায় আমিই বাচাবো । জল। মালতি, তবে আমি চলোম, প্রাণ তোমার হাতে। নেপথ্যে । পুরুষের গলার শব্দ শুনচি যে, হ্যা কি সৰ্ব্বনাশ! বিদেশে না যেতেই এই বিড়ম্বন৷— এ কি রীতি রমণীর লাজে যাই মরে, না যেতে বিদেশে পতি উপপতি ঘরে । বিহর বিরহ হেতু সতীত্ব সংহার ; হয় রে অঙ্গনা তোর পায় নমস্কার ! ( স্বারে পদাঘাত ) জল । আয়, আয় বাছ আয়, ঘর দেখয়ে দে, তুলো দেক্য়ে দে– প্রেম পুতলেম পাকের ভিতর ; পালাই কেমন করে, হাড় গোড় ভাঙ্গ দটি হবে, তাড়,য়ে যদি ধরে । মল্লিকের সহিত জলধরের প্রস্থান । মালতীর দ্বারমোচন, রতিকাস্তের প্রবেশ । রতি । কি হলো ? মাল। গুড় আলকাতরায় অভিষেক হয়েচে, মুখে মুখোস্ দেওয়া হয়েচে, এইবার তুলো, শোণ আর আবির দেওয়া হবে, তারপরেই হেঁাদলকুঁৎকুঁতে ধরা পড়বে। রতি । ত্বরায় শেষ কর, ঘুম আসচে। মাল । তুমি মল্লিকের নাম করে চ্যাচাও । রতি। মল্লিকে গেল কোথায়? ও ঘরে বুঝি ? মাল। মল্লিকে এখনি আসবে, ও ঘরে যেও না । রতি । যাব না কেন ? কেউ আছে নাকি ? মল্লিকের প্রবেশ মল্লি । সদাগর মহাশয়, আপনার কি সাহস, এখনে এখানে রয়েচেন ?