পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>や দীনবন্ধু-গ্রন্থাবলী কৃপায় আমার পুত্র তোমার সমক্ষে দাড়ায়, পুত্র বলে কোলে লইয়া মুখচুম্বন কর, দাসীর এই একমাত্র ভিক্ষ । তোমার পতিরতা প্রমদা । রাজা। হে সভাসদগণ, আমি বড় রাণীর এবং আমার প্রিয় পুত্রের ক্রমাগত ষোড়শ বৎসর অনুসন্ধান করিয়াছি, আমি পতিরত। প্রমদার অন্বেষণে নানা বনে, নানা নগরে, নানা রাজ্যে লোক প্রেরণ করিয়াছিলাম, কোথা ও আমার প্রাণাধিক। প্রমদার সন্ধান পাওয়া গেল না । অবশেষে হরিদ্বারে জনশ্রুতিতে জানা গেল, প্রমদ। প্রাণত্যাগ করিয়াছেন, প্রাণপুত্রকে পারস্য দেশে ক্রয় করিয়া লইয়া গিয়াছে । আমি আপন দোষে এমত পতি প্রাণ। নারীরত্বের অপচয় করলাম, আমি আপন দোষে এমন পবিত্র পুত্র হইতে বঞ্চিত হইলাম । আমার কি আর সংসার আশ্রম সম্ভবে ? আমি কি আর মনকে কিছু দিয়া তুষ্ট করিতে পারি? যে বনে হৃদয়বিলাসিনী আমার পুত্র প্রসব করিয়াছিলেন, যে বন একদা আমার পুত্রের জ্যোতিতে আলোকময় হইয়াছিল ; আমি সেই বনে গমন করবো । তোমরা এ নরাধমকে, এ স্ত্রীপুত্রহত্যাকারী পাপাত্মাকে এ রাজ্যে থাকিতে অনুরোধ কর না । গুরু । মহারাজ ! আমাদিগকে একেবারে অনাথ করিয়া বনে গমন করা বিধি হয় না ; আমাদিগের আর কেহ নাই ; মহারাজ, বনে গমন করিলে রাজ্য একেবারে ছারখার হয়ে যাবে । বিজয়ের হস্তবন্ধনরজ্জ্ব ধারণপূর্বক দুই জন প্রহরী এবং বিদ্যাভূষণের প্রবেশ বিদ্যা । দোহাই মহারাজের, দোহাই মহারাজের ; হাঘরেদের উপদ্রবে অার কেহ মেয়ে ছেলে লয়ে ঘর করিতে