পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ দীনবন্ধু-গ্রন্থাবলী অট । সাবাস, সাবাস, লেগে যা রে গুরো—জানি, আমাকে বিয়ে কর, মালিনী মাসী আমাকে বিয়ে কর—ব্রাণ্ডি পানীতে মনে হয় না— নিম । ব্রাণ্ডি পানীতে মানে হয় না, কিন্তু মজা হয়— অট। বেস বেস ডবোল বেস্-দাম, ব্রাণ্ডি আন— দামার প্রস্থান ব্রাণ্ডি পানীতে মানে হয় না, কিন্তু মজা হয়। ভোলাটাদের প্রবেশ ভোলা । ( নিমৰ্চাদের মুখের নিকটে হস্ত উত্তোলন করিয়া ) আনার্ড সার, স্মেল সার, আই স্মেল সার ইউ স্মেল সার, আনাড সার, স্মেল সার, ওলডে টম স্মেল সার— নিম । তিনি হন কে ? অট। মুক্তেশ্বর বাবুর জামাই। ভোল । সান ইনলা সার—স্মেল সার, কানটি স্মেল সার —বাড়ী থেকে কানটি খেয়ে বেরয়েছিলেম, রেলওয়ের ষ্টেসনে টেলিগ্রাফ বাবুরে, ফ্ৰেণ্ডেস সার, ওলডে টম খাইয়ে দিলে— মিক্‌সেড, সার, এক্সকিউজ সার, আনাড সার। নিম । মুক্তেশ্বর বাবু অমন বিজ্ঞ লোক হয়ে এই কূৰ্ম্ম অবতারের হস্তে কন্যাটি প্রদান করেছেন ? ভোলা । ইউ নো মাই ফাদার ইনলা সার—ইউ মাই ফাদার ইন্‌লা সার—( নিমৰ্চাদের পদধূলি গ্রহণ ) ইউ মাই ফাদার ইনলা সার—আই সানইনলা সার। অট । তুমি কি এখন এলে ? ভোলা । ইয়েস্ সার । অট । শ্বশুরবাড়ী এখন যাও নি ? ভোলা। ইউ মাই ফাদার ইনলা সার-( অটলের পদধূলি গ্রহণ ) । এক্সকিউজ সার, সাইনলা সার। .