পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী 8ግ অট । আচ্ছা তুমি এখন একটু শোও গে—দাম, জামাই বাবুকে শুইযে আয়—যাবার সময় তোমাকে ডেকে যাব । দfম এবং ভোলাচ{দে এ প্রস্তান কেন । দত্ত জ্ঞা যদি মদ ছাঁডেন, উনি ডেপুটি-মাজিষ্ট্রেট হতে श्रi८३ञ অট । মদ ছাড়লে কি হবে, ও যে ভারি লম্পট । কেন । মহেশ্বর বাবুব বন না বেঁচে অছে - অট ৷ আছে বই কি—.স খুব সুন্দরী, তা ভাই ওব কেমন উইক্‌নেস, তারে রেখে বাজারে বাজাবে ঘুরে বেড়ায় । কেন?" চল এই বেলা যাই, ও উঠ লৈ যাওয়া মুঙ্গিল হলে । অট। ওকে নিয়ে যাই, গোকুল বাবুব বাড়ীর কাছে ছেডে দেব-ওকে নিমন্ত্রণের কথা কিছু বল না । কেন । ওবে সঙ্গে নিয়ে কাজ নাই, লোকে নিন্দে করবে— fail I “Macbeth Macbeth Macbeth Beware Macduff ; Beware fãs Što, Beware কালনিমে । कि বাবা ঘটিরাম Conspiracy *{WS কেন । না মহাশয়, আমি আপনাকে কিছু বলি নাই, অামার উপর রাগ করবেন না মহাশয় । নিম । আপনি এক্ষণে কোথায় কৰ্ম্ম কবেন ? কেন । আমি নিপাতগঞ্জে ডেপুটি মাজিষ্ট্রেট কবি, এক্ষণে অবসর লয়ে বাড়ী এসিচি। আপনি কি করেন ? নিম । আমি অটলের বৈটকখানায় মদ খাই, এক্ষণে ঢ়লে পড়ে রইচি —মসে মহাশয় চলুন মাসৗর বাড়ী যাওয়া যাক। অট। তুই ওষ্ঠ, আর এক জায়গায়-চলুL নিম । প্রসন্নর বাড়ী ? ডেপুটি - বাবু, আমি তোমার পিনাল কোড, এতে সব ক্রাইম আছে, আমারে হাতে ধরে লও, নইলে বাবা পড়ে মরি। সকলের প্রস্থান